নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ৫
নিচের বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'একটা কিছু বলতে চেষ্টা করলুম' - কিন্তু -
(ক) গলা থেকে স্বর ফুটল না
(খ) মুখে কথা ফুটল না
(গ) সাহস হল না
(ঘ) ভয় পেলাম
উত্তর: (খ) মুখে কথা ফুটল না
প্রশ্নঃ 'যার দাম সংসারের ঐশ্বর্যের চাইতে বেশি' - কার দামের কথা বলা হয়েছে?
(ক) সেই স্নেহ
(খ) মায়া
(গ) ক্ষমা
(ঘ) সেই মমতা
উত্তর: (ঘ) সেই মমতা
প্রশ্নঃ 'এই অপরাধ আমি বলব কি করে'-কোন অপরাধ?
(ক) দশ টাকায় বিক্রি করার অপরাধ
(খ) লাঞ্ছনার অপরাধ
(গ) অসম্মান করা
(ঘ) অপমান করা
উত্তর: (ক) দশ টাকায় বিক্রি করার অপরাধ
প্রশ্নঃ 'সে বইটার কঙ্কাল লুকিয়ে ছিল' - কঙ্কাল লুকিয়ে ছিল
(ক) ঘরের কোণে
(খ) মনের চোরা কুঠুরিতে
(গ) সংসারের ভিতরে
(ঘ) মাঠের ধারে
উত্তর: (খ) মনের চোরা কুঠুরিতে
প্রশ্নঃ 'তারপর চোখে পড়ল' - তারপর কি চোখে পড়ল?
(ক) ছেলেটিকে
(খ) সুকুমারকে
(গ) লোকটিকে
(ঘ) মানুষটিকে
উত্তর: (ঘ) মানুষটিকে
প্রশ্নঃ 'সকলকে এই লেখা আমি দেখাই' - লেখা দেখিয়ে বক্তা বলেন
(ক) আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে
(খ) এই লেখা আমার ছাত্রের
(গ) আমার ছাত্র আমাকে মনে রেখেছে
(ঘ) আমার খুব আনন্দ হচ্ছে
উত্তর: (ক) আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ