LightBlog
WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৭
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৭

 নবম শ্রেণী

বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পর্ব ৭




অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন

প্রশ্ন:"আমার ব্যামো হয় না।"-কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
উত্তর: মাত্র দুটি কাপড় থাকায় রাধারাণীকে সর্বদা ভিজে কাপড়ে থাকতে হয়। এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে।

প্রশ্ন:"... তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন।"-কার কথা এখানে বলা হয়েছে?
উত্তর: বোন ফুলের মালার দাম হিসেবে রাধারাণীকে পয়সার বদলে টাকা দিয়েছেন যিনি সেই পথিকের কথা এখানে বলা হয়েছে।

প্রশ্ন:"আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল।"-এই বিলম্ব হওয়ার কারণ কি?
উত্তর: ঘরে তেল না থাকায় চালের ঘর ফেরে চকমকি ঢুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানী বিলম্ব হয়।

প্রশ্ন: পদ্মলোচনকে পথিক কি বলেছিল?
উত্তর: পদ্মলোচন কে পথিক দুটি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলি তিনি রাধারাণীকে পৌঁছে দিতে বলেছিলেন।

প্রশ্ন:"তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে..."-রাধারানী কি দেখেছিল?
উত্তর: রাধারানী দেখেছিল যে তাকে যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি আর দরজার বাইরে নেই, চলে গেছেন।

প্রশ্ন: রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় কবে থেকে?
উত্তর: রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচন এর পরিচয় রাধারানীর বাবার আমল থেকে।

প্রশ্ন:"বড় শোরগোল উপস্থিত করিল।"-এই শোরগোলের কারণ কি?
উত্তর: রাজা-রাণীদের কুটিরে আগড় ঠেলে 'কাপুড়ে মিনসে' পদ্মলোচন এর আগমনের ফলে এই শোরগোল হয়েছিল।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close