নবম শ্রেণী
বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পর্ব ৮
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন
প্রশ্ন:"... প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন।"-এই প্রসন্নতার কারণ কি?
উত্তর: পদ্মলোচন রুক্মিণীকুমারের কাছ থেকে চার টাকার কাপড়ের দাম আট টাকা সাড়ে চোদ্দো আনা আদায় করে প্রসন্ন হয়েছিল।
প্রশ্ন: রাধারানী ঘর পরিষ্কার করতে গিয়ে কে পেয়েছিল?
উত্তর: রাধারানী ঘর পরিষ্কার করতে গিয়ে একটি কাগজ, যা আসলে একটি নোট (টাকা), তা কুড়িয়ে পেয়েছিল।
প্রশ্ন: রাধারানী প্রাপ্ত টাকা ভাঙ্গিয়ে কি করেছিল?
উত্তর: রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙ্গিয়ে মায়ের পথ্য তৈরি জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল।
প্রশ্ন: রুক্মিণীকুমার নিজের নাম নোটে লিখেছিল কেন?
উত্তর: যাতে লোকটিকে কেউ চোরা নোট না বলে, সেজন্য রুক্মিণী কুমার তাতে নিজের নাম লিখেছিলেন।
প্রশ্ন: রাধারানী ঘর পরিস্কার করছিল কেন?
উত্তর: রাধারানী মাকে খেতে দেবার জন্য তাদের ঘর পরিস্কার করছিল।
প্রশ্ন:"তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে।"-এই লোভহীন তার কোন পরিচয় গল্পে পাওয়া যায়?
উত্তর: রাধারানী এবং তার মা লোভী নয় বলেই রুক্মিণী কুমার রায়ের রেখে যাওয়া নোট না ভাঙ্গিয়ে তুলে রেখেছিল।
প্রশ্ন: রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল?
উত্তর: রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ