নবম শ্রেণী
বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পর্ব ৬
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন
প্রশ্ন:"আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি।"-কেন বক্তা সর্বদা ভিজে কাপড়ে থাকে?
উত্তর: বক্তা রাধারানী ভিজে কাপড়ে সর্বদা থাকে কারণ তার মাত্র দুটি কাপড় ছিল।
প্রশ্ন: পথিক চরিত্রটি তার মালা চিনতে না পারার পক্ষে যুক্তি দিয়েছিল?
উত্তর: পথিক চরিত্রটি বলেছিল যে রথেরহাট তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় সে মালা কিনতে পারেনি।
প্রশ্ন: "... তাই চকচক করছে।"-বক্তা এই চকচক করার কি কারণ বলেছিল?
উত্তর: বক্তা পথিক চরিত্রটি বলেছিল যে নতুন কলের পয়সা হওয়ায় মুদ্রার দুটি চকচক করছে।
প্রশ্ন: এ যে বড় বড় ঠকেছে।"-কিসের সম্পর্কে কথা বলা হয়েছে?
উত্তর: রাধারাণী কে মালার দাম হিসেবে প্রতি চার পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে অনেক বড় মনে হয়।
প্রশ্ন:"... তখন ফিরাইয়াদিব।"-কখন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ঘরের আলোয় ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রাটি টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
প্রশ্ন:"তুমি ভুলে টাকা দাও নাইতো?"-কেন একথা বলেছে?
উত্তর: মালার দান হিসেবে দেওয়া পয়সার আকৃতি এবং অন্ধকারেও ঔজ্জ্বল্য দেখতে বক্তার রাধারানীর প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করে।
প্রশ্ন: "তারপর প্রদীপ জ্বালিয়ো।"-'তারপর' বলতে বক্তা কিসের পর প্রদীপ জ্বালাতে বলেছেন?
উত্তর: এখানে বক্তা 'তারপর' বলতে হলে গিয়ে রাধারানীর ভেজা কাপড় ছাড়ার পর বুঝিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ