নবম শ্রেণী
বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পর্ব ৫
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন
প্রশ্ন:"তদপেক্ষাও রাধারানীর চক্ষু বারিবর্ষণ করিতেছিল।"-কি সম্পর্কে এ কথা বলা হয়েছে?
উত্তর: শ্রাবণের মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করে রাধারানীর চোখের জল ঝরার কথা বলা হয়েছে।
প্রশ্ন:"তুমি আমার হাত ধরো"-একথা বলার কারণ কি?
উত্তর: বক্তা এ কথা বলেছিল কারণ, হাত না ধরলে কিছু অল পথে রাধারানীর পড়ে যাবার সম্ভাবনা ছিল।
প্রশ্ন:"এতক্ষণে উচ্চৈঃস্বরে কাঁদিল।"-কোন সময়ের কথা বলা হয়েছে?
উত্তর: অন্ধকারে বাড়ি ফেরার সময় কোন একজন রাধারানীর ঘাড়ের ওপরে পড়ায় রাধারানীর উচ্চৈঃস্বরে কেঁদে ওঠে।
প্রশ্ন:"রাধারানী বড় বালিকা।"-কিভাবে এই ধারণা হয়েছিল?
উত্তর: পথিক প্রথমে রাধারানীর গলার স্বরে এবং পড়ে তার হাতের স্পর্শে বুঝতে পারেন রাধারানী নিতান্ত বালিকা।
প্রশ্ন:"কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধন হইল।"-কেন এমন হয়েছিল?
উত্তর: রাধারানী সেই অপরিচিত কণ্ঠস্বরের মধ্যে একজন দয়ালু মানুষ কে আবিষ্কার করেছিল বলে তার কান্না বন্ধ হয়েছিল।
প্রশ্ন: পথিক চরিত্রটি মালার সন্ধান করছি কেন?
উত্তর: পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল।
প্রশ্ন:"রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল..."-রাধারানী কি বলেছিল?
উত্তর: রাধারানী কান্না বন্ধ করে বলেছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া কেউ নেই।
২১.০৬.২৩ ( সুজয় স্যার )
উত্তরমুছুনবিষয় : বাংলা
সময় : ১ঘন্টা পূর্ণমান :২৬
১) সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৫
১.১ রাধারানী রথ দেখতে গিয়েছিল - শান্তিপুরে/ জগৎবল্লভপুরে/ শ্রীরামপুরে/ মাহেশে
১.২ বিবেকানন্দ কাকে ' নারীকুলের রত্নবিশেষ' বলেছেন - মিসেস বুল/ নিবেদিতা/ মিস মুলার / মিসেস সেভিয়ার
১.৩ ' মরদ কি বাত '- কীসের মতো?- হাতির শুড় /হাতির দাম /হাতির দাঁত /হাতির ওজন
১.৪ রাধারানীর বাড়ি ছিল - শ্রীরামপুরে/মাহেশে /নদিয়ায়/শান্তিপুরে
১.৫ " রাধারানীর এই কাপড় |"- কোন কাপড়?
কুঞ্জদার শান্তিপুরে / বিষ্ণুপুর বালুচরী / বাংলাদেশী ঢাকাই / শ্রীরামপুর বেনারসি
২) কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলি উত্তর দাও : ১×৫
২.১ রাধারানী কখন উচ্চ:স্বরে কাঁদতে শুরু করেছিল?
২.২ ' তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন ' - কে বাড়ি ভাড়া নেবেন?
২.৩ ' আলো জ্বালিয়া রাধারানী দেখিল,...'- আলো জ্বালিয়া রাধারানী কি দেখল?
২.৪ অজানা পথিকের কণ্ঠস্বর শুনে রাধারানী কি মনে হয়েছিল?
২.৫ রামকৃষ্ণ সংঘে কে 'মাদার নামে পরিচিত ছিলেন?
৩) কমবেশি ৬০শব্দে নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩×২
৩.১ ' তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে!'-' তাহারা' বলতে কাদের কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?
৩.২ ' কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল |'- কার কণ্ঠস্বর শুনে,কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল?
৪ কমবেশি ১৫০ টি শব্দের নীচের প্রশ্নের উত্তর দাও : ৫×২
৪.১ ' তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন |'-কোন নারীর কথা বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন?
৪.২ একটি ক্ষুদ্র বালিকা কোন গুনে পাঠকের মনে জায়গা করে নিয়েছে তা 'রাধারানী'রচনাংশ অবলম্বনে বিচার করো ?
৪.৩ রাধারানী কী উদ্দেশ্যে রথের মেলায় গিয়েছিল এবং কেনই বা ব্যর্থ হয়ে ঘরমুখো হল আলোচনা করো?
২১.০৬.২৩ ( সুজয় স্যার )
উত্তরমুছুনবিষয় : বাংলা
সময় : ১ঘন্টা পূর্ণমান :২৬
১) সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৫
১.১ রাধারানী রথ দেখতে গিয়েছিল - শান্তিপুরে/ জগৎবল্লভপুরে/ শ্রীরামপুরে/ মাহেশে
১.২ বিবেকানন্দ কাকে ' নারীকুলের রত্নবিশেষ' বলেছেন - মিসেস বুল/ নিবেদিতা/ মিস মুলার / মিসেস সেভিয়ার
১.৩ ' মরদ কি বাত '- কীসের মতো?- হাতির শুড় /হাতির দাম /হাতির দাঁত /হাতির ওজন
১.৪ রাধারানীর বাড়ি ছিল - শ্রীরামপুরে/মাহেশে /নদিয়ায়/শান্তিপুরে
১.৫ " রাধারানীর এই কাপড় |"- কোন কাপড়?
কুঞ্জদার শান্তিপুরে / বিষ্ণুপুর বালুচরী / বাংলাদেশী ঢাকাই / শ্রীরামপুর বেনারসি
২) কমবেশি ১৫টি শব্দে নীচের প্রশ্নগুলি উত্তর দাও : ১×৫
২.১ রাধারানী কখন উচ্চ:স্বরে কাঁদতে শুরু করেছিল?
২.২ ' তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন ' - কে বাড়ি ভাড়া নেবেন?
২.৩ ' আলো জ্বালিয়া রাধারানী দেখিল,...'- আলো জ্বালিয়া রাধারানী কি দেখল?
২.৪ অজানা পথিকের কণ্ঠস্বর শুনে রাধারানী কি মনে হয়েছিল?
২.৫ রামকৃষ্ণ সংঘে কে 'মাদার নামে পরিচিত ছিলেন?
৩) কমবেশি ৬০শব্দে নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩×২
৩.১ ' তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে!'-' তাহারা' বলতে কাদের কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?
৩.২ ' কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল |'- কার কণ্ঠস্বর শুনে,কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল?
৪ কমবেশি ১৫০ টি শব্দের নীচের প্রশ্নের উত্তর দাও : ৫×২
৪.১ ' তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন |'-কোন নারীর কথা বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন?
৪.২ একটি ক্ষুদ্র বালিকা কোন গুনে পাঠকের মনে জায়গা করে নিয়েছে তা 'রাধারানী'রচনাংশ অবলম্বনে বিচার করো ?
৪.৩ রাধারানী কী উদ্দেশ্যে রথের মেলায় গিয়েছিল এবং কেনই বা ব্যর্থ হয়ে ঘরমুখো হল আলোচনা করো?