WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৪
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - রাধারানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৪

 নবম শ্রেণী

বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়়
পর্ব ৪




নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

প্রশ্ন: রাধারানী কোথায় গিয়েছিল?
উত্তর: রাধারানী মাহেশে রথ দেখতে গিয়েছিল।

প্রশ্ন: রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল?
উত্তর: মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বোন ফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করার পরিকল্পনা করে।

প্রশ্ন:"... বিধবা হাইকোর্টে হারিল।"-এখানে কোন মামলার কথা বলা হয়েছে।
উত্তর: জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল এখানে তার কথাই বলা হয়েছে।

প্রশ্ন:"মালা কেহ কিনিল না।"-মালা না কেনার কারণ কি ছিল?
উত্তর: রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার লোক থাকে না।

প্রশ্ন: হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারাণীদের কি অবস্থা হয়েছিল?
উত্তর: হাইকোর্টে হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাজা-রাণীদের ভদ্রাসন থেকে উৎখাত করা হয়।

প্রশ্ন: সুতরাং আর আহার চলে না।"-এই না চলার কারণ কি বলে তোমার মনে হয়?
উত্তর: রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়লে, তার উপার্জন বন্ধ হয়ে যায়, ফলে আহার আর চলে না।

প্রশ্ন: হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটত?
উত্তর: হাইকোর্টে হেরে গিয়ে বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটির বাসিনি হন এবং কায়িক পরিশ্রমই কোনরকমে তাদের দিন কাটে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close