নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৩
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ ধীবর কিভাবে সংসার চালায়?
(ক) মাছ ধরে(খ) মাছ বিক্রি
(গ) কৃষি কাজ করে
(ঘ) জন খেটে
উত্তর: (ক) মাছ ধরে
প্রশ্নঃ 'এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে',-কার কথা বলা হয়েছে-
(ক) সূচক
(খ) শ্যালক
(গ) ধীবর
(ঘ) দুষ্মন্ত
উত্তর: (গ) ধীবর
প্রশ্নঃ 'সুতরাং রাজবাড়ীতে যাই'-রাজবাড়ীতে যাওয়ার কারন কি?
(ক) ধীবরকে রাজার হাতে তুলে দিতে
(খ) আন্টির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করে দেখতে
(গ) রাজার কাছে নালিশ করতে
(ঘ) রাজার সঙ্গে দেখা করতে
উত্তর: (খ) আন্টির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা
অনুসন্ধান করে দেখতে
প্রশ্নঃ 'চল রে গাঁটকাটা'-বক্তা কে?
(ক) প্রথম রক্ষী
(খ) দ্বিতীয় রক্ষী
(গ) দুষ্মন্ত
(ঘ) দুই রক্ষী
উত্তর: (ঘ) দুই রক্ষী
প্রশ্নঃ 'আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে'-প্রভু কে?
(ক) কণ্ব
(খ) দুর্বাসা
(গ) রাজশ্যালক
(ঘ) এদের কেউ নন
উত্তর: (গ) রাজশ্যালক



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ