নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ২
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্নঃ নাটক শোটিতে যে চারজন অভিনয় করেছেন, তারা হলেন -
(ক) সূচক, জালুক, দুর্বাসা, রাজশ্যাল
(খ) ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
(গ) কণ্ব, ধীবর, জালুক, সূচক
(ঘ) জালক, সূচক, দুর্বাসা, রাজশ্যালক
উত্তর: (খ) ধীবর, রাজশ্যালক, জানুক, সূচক
প্রশ্নঃ 'তোর জীবিকা বেশ পবিত্র'-জীবিকাটি কি?
(ক) দর্জির কাজ করা
(খ) চাষ করা
(গ) জন কাটা
(ঘ) মাছ ধরা
উত্তর: (ঘ) মাছ ধরা
প্রশ্নঃ ধীবরকে রক্ষীরা ধরে এনেছিল কেন?
(ক) আংটি চুরি করেছিল বলে
(খ) মাছ চুরি করেছিল বলে
(গ) চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
(ঘ) এর কোনোটিই নয়
উত্তর: (গ) চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে
প্রশ্নঃ 'আমি খণ্ড-খণ্ড করে কাটলাম' -বক্তা কি কেটেছিল?
(ক) ভেটকি মাছ
(খ) রুই মাছ
(গ) পাঙ্গাস মাছ
(ঘ) ইলিশ মাছ
উত্তর: (খ) রুই মাছ
পশ্নঃ ধীবর আংটিটা কোথায় দেখতে পেয়েছিল?
(ক) হাটে বিক্রি হচ্ছিল
(খ) রাস্তার মাঝখানে
(গ) জলের ভিতর
(ঘ) রুই মাছের পেটে
উত্তর: (ঘ) রুই মাছের পেটে
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ