নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি কার লেখা?
(ক) বানভট্ট
(খ) অদ্বৈত্য মল্লবর্মন
(গ) ভবভূতি
(ঘ) কালিদাস
উত্তর : (ঘ) কালিদাস
প্রশ্নঃ 'ধীবর বৃত্তান্ত'নাট্যাংশটি কোন নাটক থেকে সংকলিত?
(ক) রঘুবংশ
(খ) অভিজ্ঞান শকুন্তলম্
(গ) কুমারসম্ভব
(ঘ) মৃচ্ছকটিক
উত্তর : (খ) অভিজ্ঞান শকুন্তলম্
প্রশ্নঃ শকুন্তলার বিয়ে হয়েছিল কোথায়?
(ক) কণ্বের আশ্রমে
(খ) দুষ্মন্ত রাজধানীতে
(গ) দুর্বাসা মুনির আশ্রমে
(ঘ) শচী তীর্থে
উত্তর: (ক) কণ্বের আশ্রমে
প্রশ্নঃ নাট্যাংশ থেকে কয়জন অভিনেতা আছেন?
(ক) ছয় জন
(খ) পাঁচ জন
(গ) চারজন
(ঘ) দুজন
উত্তর: (গ) চারজন
প্রশ্নঃ ধীবর কোথায় থাকে?
(ক) শক্রাবতারে
(খ) রাজধানীতে
(গ) শচী তীর্থে
(ঘ) দুর্বাসা মুনির আশ্রমে
উত্তর: (ক) শক্রাবতারে



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ