নবম শ্রেণী
বাংলা সাজেশন
ধীবর বৃত্তান্ত
কালিদাস
পর্ব ৪
নীচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্নঃ 'প্রভু, অনুগৃহীত হলাম'-অনুগৃহীত হওয়ার কারণ কি?
(ক) রাজা মৃত্যুদণ্ড দেননি তাই(খ) রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন, তাই
(গ) রাতে তাকে ক্ষমা করেছেন তাই
(ঘ) রাজা তাকে মুক্তি দিয়েছেন
উত্তর: (খ) রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান
পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন, তাই
প্রশ্নঃ আংটিটা রাজার খুব প্রিয় ছিল তা কি করে বোঝা গেল?
(ক) আংটিটা পেয়ে ধীবরকে ক্ষমা করে দিয়েছিলেন বলে
(খ) আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
(গ) আংটিটা দেখে রাজদিয়েছেনার প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
(ঘ) আংটিটা পেয়ে ধীবর কে মুক্তি দিয়েছিলেন বলে
উত্তর: (খ) আংটিটা ধীবরকে মুক্তিসহ পরিতোষিক দিয়েছেন বলে
প্রশ্নঃ আংটিটা দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে হয়েছিল-এ কথা ভাবার কারন কি?
(ক) মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে মুহূর্তকালের জন্য বিহ্বল হয়ে চেয়েছিলেন
(খ) মহারাজা প্রচুর পরিতোষিক দিয়েছিলেন
(গ) মহারাজা অন্যমনস্ক হয়ে ছিলেন
(ঘ) মহারাজা বিস্মিত হয়েছিলেন
উত্তর: (ক) মহারাজা স্বভাবত গভীর হলেও আংটিটা পেয়ে
মুহূর্তকালের জন্য বিহ্বল হয়ে চেয়েছিলেন
প্রশ্নঃ আংটিটা রাজার কাছে মূল্যবান ছিল এই কথা মনে হওয়ার কারণ কি?
(ক) আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
(খ) আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছিল বলে
(গ) আংটিটি পেয়ে রাজা ধীবরকে মুক্তি দিয়েছিলেন বলে
(ঘ) আংটিটিতে দামি রত্ন বসানো ছিল বলে
উত্তর: (ক) আংটিটি দেখে রাজা বিলম্ব হয়েছে ছিলেন বলে
প্রশ্নঃ 'ধীবর বৃত্তান্ত' নাট্যাংশ টি কে তরজমা করেছেন?
(ক) সত্যচরণ চক্রবর্তী
(খ) সত্যপ্রিয় চক্রবর্তী
(গ) সত্যব্রত চক্রবর্তী
(ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী
উত্তর: (ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ