নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৪
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা?
(ক) হিন্দি সঙ্গে
(খ) সিন্ধির সঙ্গে
(গ) ফারসির সঙ্গে
(ঘ) আরবির সঙ্গে
উত্তর: (গ) ফারসির সঙ্গে
প্রশ্নঃ বাঙালির সর্বশেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি?
(ক) ভাটিয়ালি
(খ) বাউল
(গ) অনুবাদ
(ঘ) পদাবলী কীর্তন
উত্তর: (ঘ) পদাবলী কীর্তন
প্রশ্নঃ হিন্দি পদ্যের উপর কার প্রভাব বেশি পড়েছিলো?
(ক) সিন্ধি
(খ) উর্দু
(গ) আরবি
(ঘ) ফারসি
উত্তর: (ঘ) ফারসি
প্রশ্নঃ ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্য মুগ্ধ হয়েছিল?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) উর্দু
উত্তর: (খ) ফারসি
প্রশ্নঃ উর্দু ভাষার কবি হিসাবে ইকবাল কেন স্মরণীয়?
(ক) উর্দুকে ফারসির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল।
(খ) উর্দু ভাষাকে জনগণের ভাষায় রুপান্তরতি করার চেষ্টা করেছিল।
(গ) উর্দু ভাষাকে সাহিত্যের ভাষায় পরিণত করেছিলেন।
(ঘ) ফারসি ভাষার অনুকরণে আধুনিক উর্দু ভাষার জন্ম দিয়েছিলেন।
উত্তর: (ক) উর্দুকে ফারসির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ