নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৫
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন?
উত্তর:নতুন কোনো চিন্তা অনুভূতি বা বস্তুর কথা বলতে গিয়ে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা নিজের শব্দভাণ্ডারেই সেই শব্দকে খুঁজে পেতে পারে। তাই লেখক সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন।
প্রশ্নঃ সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয় কেন?
উত্তর: সংস্কৃত বিদেশী ভাষা থেকে খুব অল্প শব্দই গ্রহণ করেছে। তাই তাকে সম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়।
প্রশ্নঃ প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম বল?
উত্তর: প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষা হল হিব্রু, গ্রিক, আবেস্তা।
প্রশ্নঃ বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয় বলে লেখক মনে করেন?
উত্তর: বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক অর্থ নির্ভরশীল ভাষা বলে মনে করেন।
প্রশ্নঃ আমরা কোন সময়ে আরবি ফারসি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি?
উত্তর: আমরা পাঠান মোগল যুগে আরবি-ফারসি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি।



বিদেশী শব্দ গ্রহণ করা সত্বেও সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ন
উত্তরমুছুনভাষা বলব কেন?