নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৩
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ রচনা ভাষা কিসের উপর নির্ভর করে?
(ক) বিষয়বস্তুর উপর
(খ) ভাষার নিজস্ব শব্দ ভান্ডারের উপর
(গ) রচনাকালের উপর
(ঘ) রচিতার উপর
উত্তর: (ক) বিষয়বস্তুর উপর
প্রশ্নঃ বাংলায় যে বিদেশি ভাষাটি তুলনামূলকভাবে কম ঢুকেছে তা হল -
(ক) ইংরেজি
(খ) আরবি
(গ) ফরাসি
(ঘ) ফারসি
উত্তর: (গ) ফরাসি
প্রশ্নঃ আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাইনা তার অন্যতম প্রধান কারণ -
(ক) বাংলায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন
(খ) প্রাচীন গ্রন্থ গুলি সংস্কৃত ভাষায় রচিত
(গ) বিদেশি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ কম
(ঘ) সংস্কৃত বাংলা ভাষার জননী
উত্তর: (ক) বাংলায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন
প্রশ্নঃ ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল?
(ক) আরবি
(খ) উর্দু
(গ) ফরাসি
(ঘ) হিব্রু
উত্তর: (ক) আরবি
প্রশ্নঃ ইরানি আর্য সাহিত্য কোনটি?
(ক) উর্দু
(খ) ফারসি
(গ) আরবি
(ঘ) ফরাসি
উত্তর: (ঘ) ফারসি
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ