নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৮
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা আমরা উঠিয়ে দিতে চাই না কেন?
উত্তর:এখনো আমাদের বহু সমস্যার শব্দের প্রয়োজন আছে বলে ইস্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চায়না।
প্রশ্নঃ কোন দুই ভাষা থেকে বাংলায় আর নতুন কোন শব্দ ডুববে না বলে লেখক মনে করেছেন?
উত্তর:আরবি ও ফারসি ভাষা থেকে নতুন করে শব্দ আর বাংলা ভাষায় ঢুকবে না বলে লেখক মনে করেছেন।
প্রশ্নঃ 'সে বিষয়ে কোনো সন্দেহ নেই'-কোন বিষয়ে লেখোকের সন্দেহ নেই?
উত্তর: যেসব আরবি-ফারসি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো আরো বহুকাল ধরে বাংলায় চালু থাকবে বিষয়ে লেখককের সন্দেহ নেই।
প্রশ্নঃ ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষা বেশি করে পড়ানো হয়েছিল?
উত্তরঃ ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবি ভাষা বেশি করে পড়ানো হয়েছিল।
প্রশ্নঃ ভারতীয় আর্যরা কোন ভাষার সৌন্দর্যের মুগ্ধ হয়েছিল?
উত্তর: ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফারসি ভাষার সৌন্দর্য মুগ্ধ হয়েছিল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ