নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৭
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ হিন্দির বঙ্কিম কাকে বলা হয়?
উত্তর: প্রেমচন্দ কে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলা হয়।
প্রশ্নঃ হিন্দিতে আরবি-ফারসি কে বিস্তর ব্যবহার করেছেন?
উত্তর: প্রেমচন্দ্র হিন্দিতে আরবি-ফারসি বিস্তর ব্যবহার করেছেন।
প্রশ্নঃ রচনায় ভাষা কিসের উপর নির্ভর করে?
উত্তর: রচনা আর ভাষা রচনা বিষয়বস্তুর উপর নির্ভর করে।
প্রশ্নঃ 'বসুমতি'-র সম্পাদাকীয় রচনার ভাষা কেমন ছিল?
উত্তর:'বসুমতি'-র সম্পাদাকীয় রচনা ভাষা ছিল গাম্ভীর্যপূর্ণ।
প্রশ্নঃ বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে প্রধান কোনগুলি?
উত্তর: বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজিই প্রধান।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ