নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ৯
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ উর্দু সঙ্গে কোন ভাষা মূল সুর বাঁধা?
উত্তর: উর্দুর সঙ্গে ফারসি মূল সুর বাঁধা।
প্রশ্নঃ হিন্দির ওপর বাইরের কোন ভাষার প্রভাব পড়েছে বেশি?
উত্তর: হিন্দির উপর ফাঁসির প্রভাব পড়েছে বেশি।
প্রশ্নঃ নবীন ফারসি ভাষার জন্ম হয়েছিল কিভাবে?
উত্তর: আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফারসি ভাষার জন্ম হয়েছিল।
প্রশ্নঃ কিরে উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে মুক্তি দিয়েছিলেন?
উত্তর:কবি ইকবাল উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে মুক্তি দিয়েছিলেন।
প্রশ্নঃ বাংলায় সর্বশেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি?
উত্তর: বাংলার সর্বশেষ্ঠ সাহিত্য সৃষ্টি হল পদাবলী কীর্তন।
প্রশ্নঃ বাংলায় খাঁটি কানু রূপ কে ধরেছিলেন?
উত্তর: মহাভারতের কৃষ্ণ বাংলায় খাঁটি কানু রূপ ধারণ করেছিলেন।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ