নবম শ্রেণী
বাংলা সাজেশন
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
পর্ব ৫
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'আমাদের মনোরথ পূর্ণ হইল' -কোন মনোরথের কথা বলা হয়েছে?
উত্তর: বেগম রকেয়া কার সিয়ং যাওয়ার পথে ট্রেনে চার হাজার ফিট উপরে যখন উঠেছে তখন সেখানে গরমের জ্বালা ছিল না। এখানে গরমের এই জুলুমের কথা বলা হয়েছে।
প্রশ্নঃ কারসিয়ং স্টেশনের উচ্চতা কত?
উত্তর: ৪৮৬৪ ফিট।
প্রশ্নঃ 'গৃহ সুখ অনুভব করিতে পারিনাই'-কেন পারেননি?
উত্তর: বেগম রোকেয়ার জিনিসপত্র ভুল করে দার্জিলিং এর ঠিকানায় বুক করায় জিনিসপত্রের অভাবে বাসায় গিয়েও গৃহ সুখ অনুভব করতে পারেননি।
প্রশ্নঃ বেগম রোকিয়া জল কিভাবে ব্যবহার করতেন?
উত্তর: পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন।
প্রশ্নঃ পার্বত্য অঞ্চলের জল দেখতে কেমন?
উত্তর: পার্বত্য অঞ্চলের জল দেখতে খুব পরিষ্কার এবং স্বচ্ছ।
প্রশ্নঃ জল কোথায় পাওয়া যেত?
উত্তর: সেই সময়ে কোথাও কূপ, পুষ্করিণী বা নদী ছিল না, তাই শুধুমাত্র ঝর্ণা থেকে জল পাওয়া যেত।
প্রশ্নঃ এখানকার বায়ু কেমন?
উত্তর: এখানকার বায়ু পরিষ্কার ও হালকা।
প্রশ্নঃ লেখিকা ঢেঁকি শাকের কথা কোথায় পাঠ করেছিলেন?
উত্তর: বেগম রকেয়া কার সিয়ং যাওয়ার পথে ট্রেনে চার হাজার ফিট উপরে যখন উঠেছে তখন সেখানে গরমের জ্বালা ছিল না। এখানে গরমের এই জুলুমের কথা বলা হয়েছে।
প্রশ্নঃ কারসিয়ং স্টেশনের উচ্চতা কত?
উত্তর: ৪৮৬৪ ফিট।
প্রশ্নঃ 'গৃহ সুখ অনুভব করিতে পারিনাই'-কেন পারেননি?
উত্তর: বেগম রোকেয়ার জিনিসপত্র ভুল করে দার্জিলিং এর ঠিকানায় বুক করায় জিনিসপত্রের অভাবে বাসায় গিয়েও গৃহ সুখ অনুভব করতে পারেননি।
প্রশ্নঃ বেগম রোকিয়া জল কিভাবে ব্যবহার করতেন?
উত্তর: পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন।
প্রশ্নঃ পার্বত্য অঞ্চলের জল দেখতে কেমন?
উত্তর: পার্বত্য অঞ্চলের জল দেখতে খুব পরিষ্কার এবং স্বচ্ছ।
প্রশ্নঃ জল কোথায় পাওয়া যেত?
উত্তর: সেই সময়ে কোথাও কূপ, পুষ্করিণী বা নদী ছিল না, তাই শুধুমাত্র ঝর্ণা থেকে জল পাওয়া যেত।
প্রশ্নঃ এখানকার বায়ু কেমন?
উত্তর: এখানকার বায়ু পরিষ্কার ও হালকা।
প্রশ্নঃ লেখিকা ঢেঁকি শাকের কথা কোথায় পাঠ করেছিলেন?
উত্তর: মহিলা পত্রিকায় পাঠ করেছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ