LightBlog
WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - হিমালয় দর্শন - বেগম রোকেয়া - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৬
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - হিমালয় দর্শন - বেগম রোকেয়া - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৬

 নবম শ্রেণী

বাংলা সাজেশন
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
পর্ব ৬



অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : 

প্রশ্নঃ ঢেঁকি শাক সম্পর্কে লেখিকার ধারণা কি ছিল?
উত্তর: লেখিকা ঢেঁকি শাক কে ক্ষুদ্র গুল্মু বলেই জানতেন।

প্রশ্নঃ লেখিকা ঢেঁকিতুর সম্পর্কে ভূ-তত্ত্ব গ্রন্থে কী পাঠ করেছিলেন।
উত্তর: লেখিকা ভূ-তত্ত্ব গ্রন্থ পাঠ করে জেনেছিলেন কারবনিফেরাস যুগের বড়ো বড়ো ঢেঁকিতুর ছিল।

প্রশ্নঃ লেখিকা কোথায় ঢেঁকিতুর দেখেছিলেন? তার উচ্চতা কত ছিল?
উত্তর: লেখিকা কারসিয়ং-এ ঢেঁকিতুর দেখেছিলেন। সেগুলির উচ্চতা ছিল ২০-২৫ ফিট।

প্রশ্নঃ 'নির্ভয়ে বেড়াতে পারি'-নির্ভয় বেড়াইতে পারার কারণ কি?
উত্তর: লেখিকাযে অরণ্যে বেড়াইতে বেড়িয়ে ছিলেন সেই অরণ্যে বাঘ ছিল না। তাই তিনি নির্ভয় বেড়াইতে পেরেছিলেন।

প্রশ্নঃ লেখিকার ভুটিয়া চাকরানীর নাম  কি?
উত্তর: ভালু

প্রশ্নঃ স্ত্রীলোকেরা কিসে ভয় পাইনা?
উত্তর: জোঁক দেখে ভয় পায় না।

প্রশ্নঃ ভুটিয়ানিরা কতটুকু কাপড় কিভাবে পরে?
উত্তর: ভুটিয়ানিরা 7 গজ কাপড় ঘাঘরার মতন পরে ।

প্রশ্নঃ ভুটিয়ানিরা গায়ে ও মাথায় কি পড়ে?
উত্তর:ভুটিয়ানিরা গায়ে জ্যাকেট পরে ও বিলিতি শাল দিয়ে মাথা ঢেকে রাখে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close