নবম শ্রেণী
বাংলা সাজেশন
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
পর্ব ৭
অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'মহিলা' পত্রিকার সম্পাদক রামণীদের 'অবলা' বলেছেন কেন?
উত্তর: রিমণীজাতি দুর্বল বলে মহিলা পত্রিকার সম্পাদক তাদের অবলা বলেছেন।
প্রশ্নঃ সবলেরা কি করে?
উত্তর: পথে পাথর বিছিয়ে রাস্তা প্রস্তুত করে।
প্রশ্নঃ 'পাহাড়নি' কারা?
উত্তর: ভুটিয়ানিরা নিজেদের পাহাড়নি পরিচয় দিয়ে থাকেন।
প্রশ্নঃ 'ইহারা ক্রমশ সদগুণরাজি হারাইতেছে'।'ইহারা' কেন সদগুনরাজি হারাচ্ছে?
উত্তর: নিচেকা আদমি অর্থাৎ তথাকথিত ভদ্র লোকের সংস্পর্শে থেকে এরা ক্রমশই সদগুনরাজি হরাচ্ছিলো।
প্রশ্নঃ 'এখন সে সাধও পূর্ণ হইল'-কোন সাধের কথা বলা হয়েছে?
উত্তর: লেখিকার পাহাড় দেখবার সাধ ছিল। এখানে এই সাধের কথা বলা হয়েছে।
প্রশ্নঃ মন প্রাণ স্বতঃই সমস্বরে বলিয়া উঠে 'ঈশ্বরই প্রশংসার যোগ্য'-কখন মন প্রাণ একথা বলে ওঠে?
উত্তর: প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন-প্রাণ একথা বলে ওঠে।
উত্তর: রিমণীজাতি দুর্বল বলে মহিলা পত্রিকার সম্পাদক তাদের অবলা বলেছেন।
প্রশ্নঃ সবলেরা কি করে?
উত্তর: পথে পাথর বিছিয়ে রাস্তা প্রস্তুত করে।
প্রশ্নঃ 'পাহাড়নি' কারা?
উত্তর: ভুটিয়ানিরা নিজেদের পাহাড়নি পরিচয় দিয়ে থাকেন।
প্রশ্নঃ 'ইহারা ক্রমশ সদগুণরাজি হারাইতেছে'।'ইহারা' কেন সদগুনরাজি হারাচ্ছে?
উত্তর: নিচেকা আদমি অর্থাৎ তথাকথিত ভদ্র লোকের সংস্পর্শে থেকে এরা ক্রমশই সদগুনরাজি হরাচ্ছিলো।
প্রশ্নঃ 'এখন সে সাধও পূর্ণ হইল'-কোন সাধের কথা বলা হয়েছে?
উত্তর: লেখিকার পাহাড় দেখবার সাধ ছিল। এখানে এই সাধের কথা বলা হয়েছে।
প্রশ্নঃ মন প্রাণ স্বতঃই সমস্বরে বলিয়া উঠে 'ঈশ্বরই প্রশংসার যোগ্য'-কখন মন প্রাণ একথা বলে ওঠে?
উত্তর: প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন-প্রাণ একথা বলে ওঠে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ