নবম শ্রেণী
বাংলা সাজেশন
হিমালয় দর্শন
বেগম রোকেয়া
পর্ব ৪
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'হিমালয় দর্শন'কার লেখা?
উত্তর:বেগম রোকেয়া
প্রশ্নঃ হিমালয় রেল রোড কোথায় শুরু হয়েছিল?
উত্তর: শিলিগুড়ি
প্রশ্নঃ বেগম রোকেয়া কোন কোন রেলগাড়ির কথা বলেছেন?
উত্তর: বেগম রোকেয়া তিন রকম রেলগাড়ির কথা বলেছেন। এগুলি হল ইস্ট ইন্ডিয়ান গাড়ি, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি এবং হিমালয়ান রেলগাড়ি।
প্রশ্নঃ সবচেয়ে ছোট রেল গাড়ির নাম কি?
উত্তর: হিমালয়ান রেলগাড়ি।
প্রশ্নঃ রেলগাড়ি গুলি দেখতে কেমন?
উত্তর: রেলগাড়ি গুলি দেখতে ছোট খেলনা গাড়ি মতো। গাড়ি গুলি খুব নিচু। ইচ্ছা করলেই লোক চলন্ত গাড়িতে ওঠা নামা করতে পারে।
প্রশ্নঃ 'সহসা নদী বলিয়া ভ্রম জন্মে'-কি দেখে নদী বলে ভ্রম জন্মেছিল?
উত্তর: শিলিগুড়ি থেকে কারসিয়ং যাত্রাপথে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেতকুজ্ঝটিকা দেখে সহসা নদী বলে বেগম রোকেয়ার ভ্রম হয়েছিল।
প্রশ্নঃ লেখিকা বেগম রকেয়া ধরণীর সীমান্ত বলে কাকে মনে করেছেন?
উত্তর: কার সিয়ং যাত্রাপথে লেখিকা পথের দুইপাশে হরিদ্বর্ণ চায়ের বাগান দেখেছেন।সেই চায়ের বাগান এর মাঝখান দিয়ে চলে গেছে মানুষের পায়ে হাঁটা সরু রাস্তা। একেই ধরণীর সীমান্ত বলে লেখিকার মনে হয়েছে।
প্রশ্নঃ বসুমতির ঘন কেশপাশ-বসুমতি কে? কাকে ঘন কেশপাশ বলা হয়েছে?
উত্তর: বসুমতি হল পৃথিবী। নিবিড় শ্যামল বনকে তার ঘন কেশপাশ বলে লেখিকার মনে হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ