নবম শ্রেণী
বাংলা সাজেশন
নিরুদ্দেশ
প্রেমেন্দ্র মিত্র
পর্ব ১৩
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন: শোভন কে কোন কাজ করার কথা বলেছিলেন নায়েবশাই?
উত্তর: জমিদার বাবুর অনুরোধে টাকার বিনিময়ে শোভন কে মায়ের কাছে তার হারিয়ে যাওয়া ছেলের অভিনয় করার কথা বলেছিলেন নায়েব মশাই।
প্রশ্ন: শোভন কিভাবে মুক্তির স্বাদ পেয়েছিল?
উত্তর: বাড়ির বাইরে হাজারো দুঃখ অসুবিধা তে শোভন হয়রান হয়ে পড়েনি, বরং তার মধ্যেই সে মুক্তির স্বাদ পেয়েছিল।
প্রশ্ন: শোভনের উদ্দেশে শেষে বিজ্ঞাপনটি কি ছিল?
উত্তর: শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। তিনি শুধুই তোমার নামে করছেন এখনও।
প্রশ্ন:"পরেরদিন ভয়ানক কান্ড।"ভয়ানক কান্ডটি কি?
উত্তর"ছেলে নিরুদ্দেশ হবার দিন রাত থেকে মা কিছু খায়নি ও পরের দিন মার বিছানা থেকে ওঠার সম্ভাবনা কম।
প্রশ্ন: মা ছেলেকে কোথা থেকে টাকা বার করে দিয়েছিলেন?
উত্তর: মা ছেলেকে লুকোনো পুঁজি থেকে টাকা বার করে দিয়েছিলেন।
প্রশ্ন: গুণধর পুত্র খোকন ঘরে প্রবেশ করেছিল?
উত্তর: বাবার মৌখিক আস্ফালন যখন তীব্র হয়ে উঠেছিল তখন ঐ গুণধর পুত্র ঘরে প্রবেশ করেছিল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ