নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
তৃতীয় অধ্যায়
উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
পর্ব ১
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্ন : ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় -
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে
প্রশ্ন : ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন -
(ক) লুই ফিলিপ
(খ) তৃতীয় নেপোলিয়ন
(গ) লুই নেপোলিয়ন
(ঘ) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর : (ঘ) নেপোলিয়ন বোনাপার্ট
প্রশ্ন : ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন -
(ক) ক্যাসালরি
(খ) প্রথম আলেকজান্ডার
(গ) মেটারনিখ
(ঘ) তালিরঁ
উত্তর : (গ) মেটারনিক
প্রশ্ন : প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় -
(ক) ভার্সাই
(খ) ভিয়েনা
(গ) জুরিখ
(ঘ) প্যারিস
উত্তর : (খ) ভিয়েনা
প্রশ্ন : প্রদত্ত নাম গুলির মধ্যে কে ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন না -
(ক) রাশিয়ার জার প্রথম আলোকজান্ডার
(খ) ইংল্যান্ডের ক্যাসলরি
(গ) অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিক
(ঘ) প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক
উত্তর : (খ) ইংল্যান্ডের ক্যাসলরি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ