নবম শ্রেণী
বাংলা সাজেশন
নিরুদ্দেশ
প্রেমেন্দ্র মিত্র
পর্ব ১২
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন: নিরুদ্দেশের বিজ্ঞাপনে বাবা কি লিখতে চেয়েছিলে?
উত্তর: নিরুদ্দেশের বিজ্ঞাপনে বাবা ছেলেকে ফিরে আসার আবেদন জানাতে চেয়েছিলেন।
প্রশ্ন: ছেলে ফিরে আসার পর মা বাবাকে কি বলেছিলেন?
উত্তর: ছেলে ফিরে আসার পর মা ছেলেকে বকলে বাবা বকতে বারণ করেছিলেন। ঠিক তখনই মা-বাবাকে বলেছিলেন তুমি থামো। এত আদর ভালো নয়।
প্রশ্ন: বাবা গৃহিণীকে ধমক দিয়ে কি বলেছিলে?
উত্তর: বাবা ভীষণ একে ধমক দিয়ে বলেছিলেন,'মিছিমিছি প্যান প্যান করো না, এমন ছেলে যাওয়াই ভালো।'
প্রশ্ন: শোভনের বাবার চেহারার সঙ্গে কিসের সাদৃশ্য দেখিয়েছেন লেখক?
উত্তর: শোভনের বাবার চেহারার সঙ্গে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের সাদৃশ্য দেখিয়েছেন লেখক।
প্রশ্ন: বিজ্ঞাপনের শেষ কথাটি কি ছিল?
উত্তর: বিজ্ঞাপনের শেষ কথাটি ছিল এরকম-'শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না।'
উত্তর: নিরুদ্দেশের বিজ্ঞাপনে বাবা ছেলেকে ফিরে আসার আবেদন জানাতে চেয়েছিলেন।
প্রশ্ন: ছেলে ফিরে আসার পর মা বাবাকে কি বলেছিলেন?
উত্তর: ছেলে ফিরে আসার পর মা ছেলেকে বকলে বাবা বকতে বারণ করেছিলেন। ঠিক তখনই মা-বাবাকে বলেছিলেন তুমি থামো। এত আদর ভালো নয়।
প্রশ্ন: বাবা গৃহিণীকে ধমক দিয়ে কি বলেছিলে?
উত্তর: বাবা ভীষণ একে ধমক দিয়ে বলেছিলেন,'মিছিমিছি প্যান প্যান করো না, এমন ছেলে যাওয়াই ভালো।'
প্রশ্ন: শোভনের বাবার চেহারার সঙ্গে কিসের সাদৃশ্য দেখিয়েছেন লেখক?
উত্তর: শোভনের বাবার চেহারার সঙ্গে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের সাদৃশ্য দেখিয়েছেন লেখক।
প্রশ্ন: বিজ্ঞাপনের শেষ কথাটি কি ছিল?
উত্তর: বিজ্ঞাপনের শেষ কথাটি ছিল এরকম-'শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না।'
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ