নবম শ্রেণী
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়
পর্ব ২
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন: 'চন্দ্রনাথ অসংকোচে বলিল'-আমি,
(ক) সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি
(খ) তিনটে অংক খাতা থেকে টুকতে দিলাম
(গ) বিশ্বাস করতে পারিনি
(ঘ) জানি, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রশ্নপত্র ছাত্রের কাছে গোপন রাখে নি
উত্তর: (ক) সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি
প্রশ্ন: 'চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না'-কারণ
(ক) একটা কষ্ট তাকে তাড়া করে বেড়াচ্ছিল
(খ) তিনি নীল নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ
(গ) তার কণ্ঠস্বর কাঁপিতেছিল
(ঘ) তিনি বিস্ময়ে অভিভূত হয়ে ছিলেন
উত্তর: (খ) তিনি নীল নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ
প্রশ্ন: 'ভদ্রলোকের কণ্ঠস্বর একবার কাঁপিতে ছিল'-ভদ্রলোকটি হলো
(ক) স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার
(খ) স্কুলের হেডমাস্টার
(গ) স্কুলের সেক্রেটারি
(ঘ) নিশানাথ বাবু
উত্তর: (ঘ) নিশানাথ বাবু
প্রশ্ন: 'আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না।'-এ কথা বলেছিল
(ক) হিরু
(খ) স্কুলের সেক্রেটারি
(গ) নিশানাথ বাবু
(ঘ) স্কুলের হেডমাস্টার
উত্তর: (গ) নিশানাথ বাবু
প্রশ্ন: 'আজ থেকে আমরা পৃথক'-এ কথা বলেছিল
(ক) নিশানাথ বাবু
(খ) চন্দ্রনাথের বৌদি
(গ) হেডমাস্টার
(ঘ) হিরু
উত্তর: (ক) নিশানাথ বাবু
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ