নবম শ্রেণী
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়
পর্ব ৩
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ঃ
প্রশ্ন: 'তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই।'-কে কেমন উত্তর পেয়েছিল?
(ক) নিশানাথ বাবু চন্দ্রনাথের সংযত নিরুচ্ছ্বসিত কন্ঠের উত্তর পেয়েছিল
(খ) চন্দ্রনাথ খুব সংযত উত্তর পেয়েছিল
(গ) বোর্ডিং এ মাস্টারমশাই কঠোর উত্তর পেয়েছিল
(ঘ) হেড মাস্টার মশাই খুব খারাপ উত্তর পেয়েছিল
উত্তর: (ক) নিশানাথ বাবু চন্দ্রনাথের সংযত নিরুচ্ছ্বসিত কন্ঠের উত্তর পেয়েছিল
প্রশ্ন: 'হিরুর বাড়িতে প্রতি ভোজনের নিমন্ত্রণ পাইলাম'-প্রতিভোজের নিমন্ত্রণ
(ক) হিরুর কাকা শৌখিন ধনী সন্তান তাই
(খ) চন্দ্রনাথের স্পেশাল প্রাইজের জন্য
(গ) হিরু স্কলারশিপ পাওয়ার জন্য
(ঘ) চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে সন্দেহ ছিল না তাই
উত্তর: (গ) হিরু স্কলারশিপ পাওয়ার জন্য
প্রশ্ন: 'হীরুই সেবার ফার্স্ট হইয়াছিল'-হিরু,
(ক) চন্দ্রনাথের বন্ধু
(খ) নরেশের সহপাঠী
(গ) স্কুলের সেক্রেটারির ভাইপো
(ঘ) চন্দ্রনাথের সহপাঠী
উত্তর: (গ) স্কুলের সেক্রেটারি ভাইপো
প্রশ্ন: 'বিলেতে যেতে হবে আমাকে'-বিলেতে যেতে হবে,
(ক) চন্দ্রনাথ কে
(খ) হিরু কে
(গ) নিশানাথ বাবুকে
(ঘ) নরেশকে
উত্তর: (খ) হিরু কে
প্রশ্ন: 'বলে দিলাম, একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারিনা।'-কে কি গ্রহন করতে পারবেন না?
(ক) চন্দ্রনাথ স্পেশাল প্রাইজ গ্রহণ করতে পারবে না
(খ) প্রতিভোজ এর নিমন্ত্রণ রক্ষা করতে পারবে না চন্দ্রনাথ
(গ) প্রস্তাব অপমানজনক তাই প্রাইস গ্রহণ করতে পারবে না
(ঘ) মাস্টারমশাই গুরুদক্ষিণা নিতে পারবেন না
উত্তর: (ক) চন্দ্রনাথ এসপেশাল প্রাইস গ্রহণ করতে পারবে না
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ