WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - চন্দ্রনাথ - তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৪
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - চন্দ্রনাথ - তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৪

 নবম শ্রেণী

বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়
পর্ব ৪




অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন :

প্রশ্ন: কোথা থেকে কি ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন?
 উত্তর: সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন।

প্রশ্ন:"... আমার দিকে চিন্তা কুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।"-কে,কার দিকে তাকিয়ে বসে আছে?
উত্তর: গল্পকথক দেখেছিলেন সামনের দেয়ালে বড়ো আয়না টির মধ্যে তাঁরাই প্রতিবিম্ব তাঁর দিকে তাকিয়ে বসে আছে।

প্রশ্ন: কথকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কিরূপ ছিল?
উত্তর: কথকের জীবনে চন্দ্রনাথ গভীর রাত্রির আকাশে বিচরণকারী কালপুরুষ নক্ষত্রের মতো ভাস্বর  ও প্রদীপ্ত হয়েছিল।

প্রশ্ন: চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?
উত্তর: চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে কপালের শিরা ফুটে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়।

প্রশ্ন: চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের কি সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছিলেন?
উত্তর: চন্দ্রনাথের আকৃতির সঙ্গে লেখক কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী বিশালকায় আকৃতির সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।

প্রশ্ন: হেড মাস্টার মশাইয় কোথায় বসে থাকতেন?
উত্তর: স্কুলের বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ার বেঞ্চের আসন পেতে হেডমাস্টারমশায় বসে থাকতেন।

প্রশ্ন:"... বলিতে পারি না..."-কার কি বলতে না পারার কথা বলা হয়েছে?
উত্তর: গল্পের কথক এবং তার সহপাঠী চন্দ্রনাথ, হিরু কিভাবে একই সময়ে ক্ষুদ্র এক গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা কথা বলতে পারবেন না।

প্রশ্ন:"চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন..."-কি বলার কথা বলা হয়েছে?
উত্তর: চন্দ্রনাথ কি বলে কথক নরেশকে তা জেনে নিতে বলেছেন চিন্তান্বিত হেড মাস্টার মশায়।

প্রশ্ন: দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?
উত্তর: চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কারণ, এর আগে স্কুলের পরীক্ষায় সে কখনো দ্বিতীয় হয়নি।

প্রশ্ন: চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?
উত্তর: চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close