নবম শ্রেণী
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ঃ
প্রশ্ন: 'চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরলাম' - বাড়ি ফিরছিলেন
(ক) নিশানাথ বাবু বাড়ি থেকে
(খ) হেড মাস্টার মশাই বোর্ডিং থেকে
(গ) হিরু স্কুল থেকে
(ঘ) নরেশ সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে
উত্তর: (ঘ) নরেশ সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে
প্রশ্ন: 'দিস ইজ ম্যাথম্যাটিকস'-ম্যাথম্যাটিকসটা হল,
(ক) একটা বিষয়
(খ) অনুপাতের আঙ্কিক নিয়ম
(গ) বিজ্ঞানের বিশেষ অধ্যায়
(ঘ) একের মূল্য কমে, সকলের কমবে
উত্তর: (খ) অনুপাতের আঙ্কিক নিয়ম
প্রশ্ন: 'চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী'-আমি হলো,
(ক) চন্দ্রনাথের দাদা
(খ) নিশা নাথ
(গ) স্কুলের সেক্রেটারি ভাইপো
(ঘ) নরেশ এই গল্পের কথক
উত্তর: (ঘ) নরেশ এই গল্পের কথক
প্রশ্ন: 'এ কামনা ও বোধহয় করিয়াছিলাম'-নরেশ কামনা করেছিল,
(ক) দাম্ভিকটা যেন ফেল হয়
(খ) স্কুলের সবাই যেন পাশ করে
(গ) চন্দ্রনাথ যেন ভালো রেজাল্ট করে
(ঘ) তার জন্য সাড়ে পাঁচশো কি তার বেশি ওঠে
উত্তর: (ক) দাম্ভিকটা যেন ফেল হয়
প্রশ্ন: 'সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না'-প্রত্যক্ষে ফেরে না,
(ক) বিগত দিন
(খ) চন্দ্রনাথ
(গ) আলোকিত দিবস
(ঘ) অতীতের অন্ধকার
উত্তর: (গ) আলোকিত দিবস
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ