Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - চতুর্থ অধ্যায় - অভিব্যক্ত - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - চতুর্থ অধ্যায় - অভিব্যক্ত - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

চতুর্থ অধ্যায়

অভিব্যক্ত 



একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ


  • 'মাইক্রোস্ফিয়ার' মডেলের প্রকক্তা কে ছিলেন?

উত্তরঃ সিডনি ফক্স


  • বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে?

উত্তরঃ হেকেল


  • ল্যামার্ক তাঁর অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি কোন্‌ বয়ে লিপিবদ্ধ করেন?

উত্তরঃ ফিলোসোফিক জুওলজিক


  • মানুষের অ্যাপেনডিক্স কোন্‌ অঙ্গের লুপ্তপ্রায় অঙ্গ?

সিকাম


  • 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ' এই তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ ল্যমার্ক


  • একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত?

উত্তরঃ কুমির


  • প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?

উত্তরঃ ডারউইন


  • জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কী বলে?

উত্তরঃ প্যালিওন্টোলজি


  • জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসুস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন?

উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম


  • অভিসারি বিবর্তনের একটি উদাহরন দাও।

উত্তরঃ সমবৃত্তীয় অঙ্গ


  • ডারউইনের রচিত গ্রন্থটির নাম লেখো।

উত্তরঃ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচরাল সিলেকশন


  • ঘোড়ার বিবর্তন একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো।

উত্তরঃ দেহের আকার ও আয়তন বৃদ্ধি


  • ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।

উত্তরঃ ইওগিপ্পাস


  • অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো।

উত্তরঃ প্রজাপতির ডানা ও বাদুড়ের ডানা 


  • পাখির ডানা, ঘোড়ার অগ্রপপদ, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরন।

উত্তরঃ সমসংস্থ অঙ্গের


  • মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

উত্তরঃ অ্যাপেনডিক্স ও কক্সিস 


  • একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও।

উত্তরঃ আর্কিওপটেরক্স


  • উদ্ভিদের একটি জীবন্ত জীবাশ্মের উদাহরন দাও।

উত্তরঃ গিঙ্গো বাইলোবা


বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ


  • অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদবর্তন, অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্র, প্রাকৃতিক নির্বাচন।

উত্তরঃ অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্র


  • আদার শল্কপত্র, কালকাসুন্দার স্ট্যামিনোড, নারকেলের পিস্টিলোড, পদ্মের রাইজোম।

উত্তরঃ পদ্মের রাইজোম


  • মরুলা, গ্যাস্টুলা, প্ল্যানুলা, ব্লাস্টুলা।

উত্তরঃ প্ল্যানুলা


নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ


  • স্ট্যামিনোড : নিষ্ক্রিয় পুংকেশর : : _____________ : নিষ্ক্রিয় গর্ভকেশর।

উত্তরঃ পিস্টিলোড


  • ইওহিপ্পাস : ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ : : _______________ : বর্তমান ঘোড়া।

উত্তরঃ ইক্যুয়াস


নীচের চারটি বিষের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখোঃ


  • পতঙ্গের ডানা, সমবৃত্তীয় অঙ্গ, বাদুড়ের প্যাটাজিয়াম, পাখির ডানা।

উত্তরঃ সমবৃত্তীয় অঙ্গ


  • অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম

উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম


আরোও পড়ুন ঃ  এইখানে ক্লিক করুন 


Tags Line 

--------------------------------------------------------

madhyamik suggestion life science

madhyamik 2021 life science answer sheet

class 10 life science question answer in bengali

madhyamik life science suggestion 2021 pdf

class 10 life science question answer in bengali pdf

madhyamik life science 2021 pdf

madhyamik life science question paper 2021

madhyamik 2021 life science question paper pdf

WB Madhyamik Class 10 Life Science Suggestion 2021 WBBSE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close