মাধ্যমিক জীবন বিজ্ঞান
চতুর্থ অধ্যায়
অভিব্যক্তি
নিচের প্রশ্নগুলির উত্তর দুটি বা তিনটি বাক্যে লেখ :
- জীব বিবর্তন বা অভিব্যক্তি কাকে বলে?
- জীবাশ্ম কাকে বলে?
- তপ্ত লঘু স্যুপ বা হট ডাইলিউট স্যুপ কি?
- জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণসহ লেখ।
- কোয়াসারভেট কিভাবে সৃষ্টি হয়েছিল?
- জীবাশ্মের গুরুত্ব উল্লেখ করো।
- মাইক্রোস্ফিয়ার বলতে কী বোঝো?
- ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে।
- প্রোটোবায়োন্ট স্কি?
- সমসংস্থ অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।
- স্ট্যানলি মিলার ও উরের পরীক্ষায় কি কি গ্যাস কি অনুপাতে নেওয়া হয়েছিল ও উৎপন্ন একটি যৌগের নাম লেখ।
- অপসারী বিবর্তন কাকে বলে?
- অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন বলতে কী বোঝো?
- সমবৃত্ত অঙ্গ বলতে কী বোঝো?
- অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্র বলতে কী বোঝো?
- অভিসারী বিবর্তন কাকে বলে?
- অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে?
- মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও।
- প্রকরণ কি?
- নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ।
- যোগ্যতমের উদবর্তন বলতে কী বোঝো?
- অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো।
- প্রাকৃতিক নির্বাচন কি?
- অমেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের গঠনগত তুলনা কেন জৈব অভিব্যক্তিকে সমর্থন করে?
- নয়া ডারউইনবাদ কাকে বলে?
- উভচর প্রাণী ও পাখির হৃদপিন্ডের মধ্যে পার্থক্য লেখ।
- সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখ।
নিচের দীর্ঘ রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
- উরে ও মিলারের পরীক্ষা দ্বারা জীবের রাসায়নিক উৎপত্তি সত্যতা প্রমাণ করো।
- অভিব্যক্তি বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও।
- জৈব অভিব্যক্তি বলতে কী বোঝো? জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
- ল্যামার্কের মতবাদের 'ব্যবহার ও অব্যবহারের সূত্র' এবং 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন' ব্যাখ্যা করো। প্রকরণ কাকে বলে?
- ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
- যোগ্যতমের উদবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি কিভাবে ঘটেছে বা সংক্ষেপে লেখ।
- মাছ, ব্যাঙ ও গিরগিটির হৃদপিন্ডের গঠন একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তা তুলনা করে লেখ।
- জীবাশ্ম কাকে বলে? ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------------------
madhyamik life science suggestion 2021
2021 madhyamik life science question
class 10 life science question answer in bengali
madhyamik life science suggestion 2021 pdf
madhyamik 2021 life science answer sheet
madhyamik life science suggestion 202 pdf free
madhyamik life science 2021 pdf
madhyamik suggestion 2021 physical science
madhyamik life science book
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ