মাধ্যমিক জীবন বিজ্ঞান
চতুর্থ অধ্যায়
অভিব্যক্তি
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করোঃ
- অভিব্যক্তির অন্যতম কারন হল অভিযোজন।
উত্তরঃ সত্য
- 'অর্জিত গুণাবলির বংশানুসরণ' এর প্রবক্তা হলেন ল্যামার্ক।
উত্তরঃ সত্য
- জীবনের জৈব-রসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।
উত্তরঃ সত্য
- পাখির ডানা ও তিমির ফ্লিপার সমবৃত্তীয় অঙ্গ।
মিথ্যা
- মটর গাছের আকর্ষ ও ঝুমকোলতার আকর্ষ সমবৃত্তীয় অঙ্গ।
উত্তরঃ সত্য
- অভিব্যক্তির ধারাবাহিকতায় সঠিক সজ্জাক্রম হল মৎস্য - সরীসৃপ - উভচর - পক্ষী।
উত্তরঃ সত্য
- সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে প্রমাণ করে।
উত্তরঃ সত্য
- প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্বের মূল প্রতিপাদ্য।
উত্তরঃ সত্য
- প্রাকৃতিক নির্বাচনবাদ তত্বের প্রবক্তা হলেন ল্যামার্ক।
উত্তরঃ মিথ্যা
বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয় উভয় স্তম্ভের ক্রমিকনং উল্লেখকরে সঠিক জোড়াটি পুনরায় লেখোঃ
বামস্তম্ভ
২.১ কোয়াসারভেট -
২.২ আদার শল্কপত্র -
২.৩ ক্যাকটাসের কান্ড -
২.৪ মাইক্রোস্ফিয়ার -
২.৫ প্লাটিপাস -
ডানস্তম্ভ
(ক) নিষ্ক্রিয় অঙ্গ
(খ) কোলয়েড বিন্দু
(গ) সিডনি ফক্স
(ঘ) পর্ণকান্ড
(ঙ) জীবন্ত জীবাশ্ম
উত্তরঃ ২.১ কোয়াসারভেট - (খ) কোলয়েড বিন্দু
২.২ আদার শল্কপত্র - (ক) নিষ্ক্রিয় অঙ্গ
২.৩ ক্যাকটাসের কান্ড - (ঘ) পর্ণকান্ড
২.৪ মাইক্রোস্ফিয়ার - (গ) সিডনি ফক্স
২.৫ প্লাটিপাস - (ঙ) জীবন্ত জীবাশ্ম
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
--------------------------------------------------------
WB Madhyamik Class 10 Life Science Suggestion 2021 WBBSE
madhyamik life science question paper 2021
class 10 life science question answer in bengali
madhyamik 2021 life science answer sheet
madhyamik life science suggestion 2021 pdf
class 10 life science question answer in bengali pdf
madhyamik life science 2021 pdf
madhyamik suggestion life science
madhyamik 2021 life science question paper pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ