LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - জনন - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - জনন - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

জনন



বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তরঃ 

 

  • অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল-

(ক) পাখি

(খ) ব্যাং

(গ) অ্যমিবা

(ঘ)কেঁচো

উত্তরঃ (গ) অ্যমিবা

 

  • নীচের কোন জোড়টি সঠিক –

(ক) রেণু উৎপাদন – অ্যমিবা

(খ) খন্ডীভবন – কেঁচো

(গ) পুনরুৎপাদন – ড্রায়োপটেরিস

(ঘ) কোরকোদগম – ঈস্ট

উত্তরঃ (ঘ) কোরকোদগম – ঈস্ট

 

  • বহুবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে –

(ক) প্লাজমোডিয়াম

(খ) হাইড্রা

(গ) প্ল্যানেরিয়া

(ঘ) ইস্ট

উত্তরঃ (ক) প্লাজমোডিয়ায়

 

  • পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে –

(ক) গোলাপ

(খ) রাঙা আলু

(গ) ফুলকপি

(ঘ) পাথরকুচি

উত্তরঃ (ঘ) পাথরকুচি

 

  • মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে –

(ক) পটল

(খ) গোলাপ

(গ) পাথরকুচি

(ঘ) ডালিয়া

উত্তরঃ (ক) পটল

 

  • সুস্পষ্ট জনুক্রম দেখা যে উদ্ভিদটিতে, তা হল –

(ক) মস (পোগোনেটাম)

(খ) জবাগাছ

(গ) পাইঙ্গাছ

(ঘ) আমগাছ

উত্তরঃ (ক) মস (পোগোনেটাম)

 

  • মাইক্রোপ্রোপাগেশন  হল একপ্রকারের –

(ক) কৃত্রিম অঙ্গজ জনন

(খ) অঙ্গজ জনন

(গ) প্রাকৃতিক অঙ্গজ জনন

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (খ) অঙ্গজ জনন

 

  • পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন কর -

(ক) প্ল্যানেরিয়া

(খ) প্লাজমোডিয়াম

(গ) প্যারামেসিয়াম

(ঘ) হাইড্রা

উত্তরঃ (ক) প্ল্যানেরিয়া

 

  • নীচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক?

(ক) অঙ্গজ জনন

(খ) অপুংজনি জনন

(গ) অযৌন জনন

(ঘ) যৌন জনন

উত্তরঃ (ঘ) যৌন জ্নন

 

  • খন্ডীভবন দেখা যায় –

(ক) ঈস্ট-এ

(খ) হাইড্রা-তে

(গ) প্লাজমোডিয়াম-এ

(ঘ) স্পাইরোগাইরা-তে

উত্তরঃ (ঘ) স্পাইরোগাইরা-তে

 

  • দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নীচের কোন্‌ পদ্ধতির সাহায্য নেবে?

(ক) যৌন জনন

(খ) খন্ডীভবন

(গ) পুনরুৎপাদন

(ঘ) মাইক্রোপ্রোপাগেশন

উত্তরঃ (ঘ) মাইক্রোপ্রোপাগেশন

 

  • কোরকোদ্‌গম দ্বারা বংশবিস্তার করে এমন বহুকোশী প্রাণী হল –

(ক) ঈস্ট

(খ) হাইড্রা

(গ) অ্যামিবা

(ঘ) প্ল্যানেরিয়া

উত্তরঃ (ঘ) প্ল্যানেরিয়া

 

  • নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে অযৌন জননে দেখা যায় –

(ক) একটিমাত্র মাতৃ প্রাণী/উদ্ভিদ

(খ) গ্যামেট সৃষ্টি হয় না

(গ) অপত্য জনুতে প্রকরণ ঘটে না

(ঘ) ওপরের সবকটি

উত্তরঃ (ঘ) ওপরের সবকটি

 

  • কোরকোদ্‌গম হয় এমন একটি প্রাণী হয় –

(ক) হাইড্রা

(খ) ঈস্ট

(গ) অ্যামিবা

(ঘ) ইউগ্লিনা

উত্তরঃ (খ) ঈস্ট

 

  • জোড়কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয়, তাকে বলে –

(ক) স্টক

(খ) সিয়ন

(গ) নিম্নকান্ড

(ঘ) শাখাকলম

উত্তরঃ (ক) স্টক

 

  • খন্ডীভবন দেখা যায় –

(ক) স্পাইরোগাইরাতে

(খ) ঈস্টে

(গ) হাইড্রাতে

(ঘ) প্লাজমোডিয়ামে

উত্তরঃ (ঘ) স্পাইরোগাইরাতে

 

  • জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে –

(ক) অনুক্রম

(খ) সহকৃতি

(গ) জনুক্রম

(ঘ) পর্যায়ক্রম

উত্তরঃ (গ) জনুক্রম

 

  • যে পদ্ধতিতে জীবের খন্ডিত অংশ পুনগঠিত হয়ে অপত্য প্রাণী গঠন করে, তাকে বলে –

(ক) পরিস্ফুরন

(খ) পুনরুৎপাদন

(গ) বৃদ্ধি

(ঘ) রূপান্তর

উত্তরঃ (খ) পুনরুৎপাদন

 

  • নীচের কোন্‌ প্রাণীটি অযৌন জনন সম্পন্ন করে –

(ক) ব্যাং

(খ) পাখি

(গ) অ্যামিবা

(ঘ) কেঁচো

উত্তরঃ (গ) অ্যামিবা

 

  • সমপ্রকৃতির দুটি জনন কোশের মিলন পদ্ধতিকে বলে –

(ক) আইসোগ্যামি

(খ) উগ্যামি

(গ) অ্যানাইসোগ্যামি

(ঘ) সিনগ্যামি

উত্তরঃ (ক) আইসোগ্যামি

 

  • টরুলা দশা দেখা যায় –

(ক) ঈস্ট

(খ) হাইড্রা

(গ) প্লাসমোডিয়াম

(ঘ) প্ল্যানেরিয়া

উত্তরঃ (ক) ঈস্ট

 

  • বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে –

(ক) শাঁক আলু

(খ) খাম আলু

(গ) রাঙা আলু

(ঘ) আলু

উত্তরঃ (খ) খাম আলু

 

আরোও পড়ুনঃ এইখানে ক্লিককরুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গের আকরসন করে ?

    উত্তরমুছুন

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close