LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - জনন - শূন্যস্থান পূরন, সত্য-মিথ্যা নির্ণয় এবং বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলানোও - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - জনন - শূন্যস্থান পূরন, সত্য-মিথ্যা নির্ণয় এবং বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলানোও - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

জনন



নিচের বাক্যগুলি শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও :


  • যৌন জননের একক হল __________।

উত্তর : গ্যামেট


  • ইস্ট __________ পদ্ধতিতে জনন সম্পন্ন করে।

উত্তর : কোরকোদগম


  • অযৌন জননের একক হল ___________।

উত্তর : রেনু


  • অ্যামিবার _________ বিভাজন দেখা যায়।

উত্তর : দ্বি


  • উদ্ভিদ অঙ্গ থেকে অপত্য সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার পদ্ধতিকে বলে _________।

উত্তর : অঙ্গজ জনন


  • হাইড্রার __________ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়।

উত্তর : কোরকোদগম


  • __________ পাতায় পত্রজ মুকুল দেখা যায়।

উত্তর : পাথরকুচি


  • নিষিক্ত ডিম্বানুকে __________ বলে।

উত্তর : জাইগোট


  • জোড় কলমের ক্ষেত্রে যে অংশটি জুড়ে দেওয়া হয় তাকে __________ বলে।

উত্তর : সিয়ন


  • ফার্নের রেণুস্থলীগুচ্ছকে __________ বলে।

উত্তর : সোরাস


নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :


  • গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড।

উত্তর : সত্য


  • অযৌন জননের একক হল গ্যামেট।

উত্তর : মিথ্যা


  • প্ল্যানেরিয়া রেনু উৎপাদন দ্বারা বংশবিস্তার করে।

উত্তর : মিথ্যা


  • জাইগোট হল হ্যাপ্লয়েড প্রকৃতির।

উত্তর : মিথ্যা


  • পরাশ্রয়ী মূলের সাহায্যে বংশবিস্তার করে বিগোনিয়া।

উত্তর : সত্য


বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :


বাম স্তম্ভ

২.১ পাথরকুচি ও বিগোনিয়া

২.২ খন্ডীভবন

২.৩ খর্বধাবক

২.৪ কোরকোদগম


ডান স্তম্ভ

(ক) স্পাইরোগাইরা

(খ) পত্রজ মুকুল

(গ) ঈস্ট 

(ঘ) কচুরিপানা ও টোপাপানা

উত্তর :  ২.১ পাথরকুচি ও বিগোনিয়া - (খ) পত্রজ মুকুল 

২.২ খন্ডীভবন - (ক) স্পাইরোগাইরা 

২.৩ খর্বধাবক - (ঘ) কচুরিপানা ও টোপাপানা 

২.৪ কোরকোদগম - (গ) ঈস্ট


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close