Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - বংশগতি - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - বংশগতি - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

মাধ্যমিক জীবন বিজ্ঞান

তৃতীয় অধ্যায়

বংশগতি



প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ 


  • একটি সংকর দীর্ঘ [Tt] এবং একটি বিশুদ্ধ খর্ব [tt] মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে -

(ক) সকলেই দীর্ঘ

(খ) সকলেই খর্ব

(গ) 50% দীর্ঘ 50% খর্ব

(ঘ) 75% দীর্ঘ 25% খর্ব

উত্তরঃ (গ) 50% দীর্ঘ 50% খর্ব


  • প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্‌ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?

(ক) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক

(খ) গ্রেগর জোহান মেন্ডেল

(গ) চার্লস ডারউইন

(ঘ) স্ট্যানলি মিলার

উত্তরঃ (খ) গ্রেগর জোহান মেন্ডেল


  • একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা -

(ক) 25%

(খ) 50%

(গ) 75% 

(ঘ) 100%

উত্তরঃ (ঘ) 100%


  • Bbrr জেমোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?

(ক) 1  ধরনের

(খ) 2  ধরনের

(গ) 3  ধরনের

(ঘ) 4  ধরনের

উত্তরঃ (খ) 2 ধরনের 


  • দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে -

(ক) 25%

(খ) 50%

(গ) 75% 

(ঘ) 100%

উত্তরঃ (খ) 50%


  • নীচের কোন বৈশিষ্ট্যটি   মটরগাছের ক্ষেত্রে প্রকট? 

(ক) সাদা ফুল

(খ) হলুদ বীজপত্র

 (গ) কুঞ্চিত বীজত্বক

(ঘ) হলুদ ফলত্বক

উত্তরঃ (ঘ) হলুদ বীজপত্র


  • মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল -

(ক) কাক্ষিক পুষ্প

(খ) বেগুনি রং-এর বীজ

(গ) কুঞ্চিত বীজ

(ঘ) হলুদ রং-এর বীজ 

উত্তরঃ (গ) কুঞ্চিত বীজ


  • দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটি প্রণয়ন করেন, তা হল -

(ক) স্বাধীনবিন্যাস সূত্র

(খ) প্রকটতার সূত্র

(গ) পৃথকীভবন সূত্রত

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) স্বাধীনবিন্যাস সূত্র


  • কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে -

(ক) অভিযোজন

(খ) মিউটেশন 

(গ) অ্যালিল 

(ঘ) অভিব্যক্তি 

উত্তরঃ (খ) মিউটেশন


  • নীচের কোনটি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি?

(ক) ZZ-ZO

(খ) XX-XY

(গ) XX-XO

(ঘ) ZZ-ZO

উত্তরঃ (খ) XX-XY


  • মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য?

(ক) 44 + XX

(খ) 44A + XY

(গ) 44A + XXY

(ঘ) 44A + XYY

উত্তরঃ (খ) 44A + XY


  • YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে?

(ক) 2

(খ) 4

(গ) 5

(ঘ) 6

উত্তরঃ (ঘ) 6


  • কোন্‌ ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত উভয়ই 1 : 2 : 1 -

(ক) অসম্পূর্ণ প্রকটতা

(খ) সম্পূর্ণ প্রকটতা

(গ) অপ্রকটতা

(ঘ) মেন্ডেলীয় প্রকটতা

উত্তরঃ (ক) অসম্পূর্ণ প্রকটতা


  • একসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কোন্‌ সূত্রটি প্রণয়ন করেন, তা হল -

(ক) প্রকটতার সূত্র

(খ) স্বাধীনবিন্যাস সূত্র

(গ) পৃথকীভবন সূত্র

(ঘ) স্বতন্ত্র শ্রেণিভুক্তিকরণ সূত্র

উত্তরঃ (গ) পৃথকীভবন সূত্রটি


  • একসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত -

(ক) 2 : 1

(খ) 3 : 1

(গ) 1 : 1

(ঘ) 4 : 1

উত্তরঃ (খ) 3 : 1


  • একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত হল -

(ক) 1 : 2 : 1

(খ) 1 : 2 : 2

(গ) 1 : 1 : 2

(ঘ) 2 : 1 : 2

উত্তরঃ (ক) 1 : 2 : 1


  • দ্বিসংকর জননে F2 জনুতে কত ধরনের জিনোটাইপ দেখা যায়?

(ক) 1

(খ) 3

(গ) 6

(ঘ) 9

উত্তরঃ (ঘ) 9


  • মানুষের ক্ষেত্রে যেটি হেটেরোগ্যামেটিক লিঙ্গ প্রকাশ করে, সেটি হল -

(ক) XX

(খ) XY

(গ) YY

(ঘ) XO

উত্তরঃ (খ) XY


  • মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে উৎপন্ন মটরগাছগুলি -

(ক) দুই প্রকারের

(খ) এক প্রকারের

(গ) চার প্রকারের

(ঘ) তিন প্রকারের

উত্তরঃ (ঘ) তিন প্রকারের


  • মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি হল -

(ক) 3 : 2 : 1

(খ) 9 : 3 : 3 : 1

(গ) 1 : 2 : 1

(ঘ) 3 : 2 : 3 : 1

উত্তরঃ (খ) 9 : 3 : 3 : 1


  • একটি সংকর হলুদ - গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপটি হবে -

(ক) YYRR

(খ) yyRR

(গ) Yyrr

(ঘ) YyRr

উত্তরঃ (ঘ) YyRr


  • দুটি সংকর লম্বা মটরগাছের সংকরায়ণে F1 জনুতে কত শতাংশ খর্বাকৃতি মটর গাছে উৎপন্ন হয়?

(ক) 0%

(খ) 25%

(গ) 50%

(ঘ) 75%

উত্তরঃ (খ) 25%


  • মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা হল -

(ক) 22 টি  

(খ) 22 জোড়া

(গ) 23 টি

(ঘ) 23 জোড়া

উত্তরঃ (খ) 22 জোড়া


  • দুটি সংকর লম্বা মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কতভাগ সংকর লম্বা গাছ জন্মাবে -

(ক) 100 ভাগ

(খ) 50 ভাগ

(গ) 75 ভাগ

(ঘ) 25 ভাগ

উত্তরঃ (খ) 50 ভাগ


  • মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা -

(ক) 22

(খ) 44

(গ) 46

(ঘ) 23

উত্তরঃ (ক) 22


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close