মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
বৃদ্ধি ও বিকাশ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
- মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি পায় কোন্ দশায়?
উত্তরঃ বয়ঃসন্ধি
- বৃদ্ধি কোন্ ধরনের বিপাক ক্রিয়া?
উত্তরঃ উপচিতি বিপাক
- কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষের কৈশোরকাল?
উত্তরঃ পাঁচ বছর থেকে তেরো বছর পর্যন্ত বয়সকে মানুষের কৈশোরকাল বলা হয়।
- বৃদ্ধির যে পর্যায়ে নতুন অঙ্গ প্রত্যঙ্গাদি সৃষ্টি হয়, তাকে কী বলে?
উত্তরঃ বিভেদন
- প্রাণীর ভ্রূণের পূর্ববর্তী পর্যায়গুলি কী কী?
উত্তরঃ মরুলা, ব্লাস্টলা ও গ্যাস্ট্রুলা
- মানব বিকাশের যে পর্যায়ে গৌণ যৌন লক্ষণের আবির্ভাব ঘটে, তাকে কী বলে?
উত্তরঃ বয়ঃসন্ধিকাল
- ভ্রূণের পরিস্ফূটণকালে কী ধরনের কোশ বিভাজন দেখা যায়?
উত্তরঃ মাইটোসিস
- মানব বৃদ্ধির কটি পর্যায়?
উত্তরঃ তিনটি
- জাইগোট কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্টি ডিপ্লয়েড কোশ হল জাইগোট।
- মানব বিকাশের কোন্ দশায় দেহের সুষম বৃদ্ধি ঘটে?
উত্তরঃ বয়ঃসন্ধি দশায়
বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ
- কোশ বিভাজন, কোশের আকার বৃদ্ধি, কোশের বিভেদন, কোশের পরিস্ফুরন
উত্তরঃ কোশের পরিস্ফুরণ
- সদ্যোজাত, শৈশব, মৃত্যু, বয়ঃসন্ধি
উত্তরঃ মৃত্যু
- সেলুলোজ, পেকটিন, লিগনিন, কেরোটিন
উত্তরঃ কেরোটিন
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শুন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
- বয়ঃসন্ধি : 10-19 বছর : : 2-10 বছর : ___________।
উত্তরঃ শৈশব
- কোশ বিভাজন : বিভাজন দশা : : কলা ও নতুন অঙ্গ সৃষ্টি : ____________।
উত্তরঃ বিভেদন দশা
- নতুন অঙ্গ সৃষ্টি : বিভেদন দশা : : কোশের আয়তন বৃদ্ধি : _____________।
উত্তরঃ দীর্ঘিকরণ দশা
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখোঃ
- স্নগ্রন্থির বৃদ্ধি, জননাঙ্গের পরিণতিপ্রাপ্তি, রজঃচক্রের শুরু, স্ত্রীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন
উত্তরঃ স্ত্রীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন
- মানব বিকাশের দশা, সদ্যোজাত দশা, শৈশব দশা, বয়ঃসন্ধি দশা
উত্তরঃ মানব বিকাশের দশা
- কোশ বিভাজন, কোশীয় বিভেদন, বৃদ্ধির পর্যায়, কোশের আকার বৃদ্ধি
উত্তরঃ বৃদ্ধির পর্যায়
নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ
- মানব বিকাশের পর্যায়গুলিকে ক-টি দশায় ভাগ করা হয় ও কী কী?
- বৃদ্ধি কাকে বলে?
- বিভেদন দশা বলতে কী বোঝো?
- বিকাশ বা পরিস্ফুরণ কী?
- বৃদ্ধির দশাগুলি বা পর্যায়গুলি কী কী?
- মানব বৃদ্ধির পর্যায়গুলি কী কী?
- বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কীরূপ?
- মানব বিকাশের বয়ঃসন্ধি দশা কী?
- বার্ধক্য দশা কী?
- বয়ঃসন্ধির বৈশিষ্ট্যগুলি লেখো।
নীচের দীর্ঘ প্রশ্নগুলির উত্তর দাওঃ
- বিকাশ বা পরিস্ফুরণ কী? জীবের বৃদ্ধির দশাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
- উদ্ভিদের বৃদ্ধি ও প্রাণীর বৃদ্ধির পার্থক্য লেখো।
- মানব বিকাশের প্রধান দশাগুলির নাম উল্লেখ করো। পুরুষ ও স্ত্রীদেহে বয়ঃসন্ধি সময় সংঘটিত দৈহিক পরিবর্তন সমূহ উল্লেখ করো।
- বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো।
মানব বিকাশের তিনটি দশার নাম উল্লেখ করো
উত্তরমুছুন