LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - বৃদ্ধি ও বিকাশ - অতসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - বৃদ্ধি ও বিকাশ - অতসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

বৃদ্ধি ও বিকাশ 



নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ 


  • বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের ________ ঘটতে থাকে।

উত্তরঃ বিকাশ 


  • _______ দশায় শিশু বিভিন্ন শব্দ উচ্চারণ করতে শেখে।

উত্তরঃ সদ্যোজাত


  • জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে ______ বলে।

উত্তরঃ বৃদ্ধি


  • একটি উদ্ভিদকোশের বৃদ্ধির স্থায়ী ও গুণগত পরিবর্তনকে বলে _________।

উত্তরঃ বিভেদন


  • বয়ঃসন্ধিতে বিভিন্ন ধরনের _________ বিকাশ ঘটে।

উত্তরঃ প্রাক্ষোভিক


  • দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি হ্রাস পায় _________ দশায়।

উত্তরঃ বার্ধক্য


  • অস্থিসন্ধির ক্ষয় ও স্মৃতিশক্তি হ্রাস পায় __________ দশায়।

উত্তরঃ বার্ধক্য


  • মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে _________ বলে।

উত্তরঃ বয়ঃসন্ধি


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ঃ 


  • উদ্ভিদকোশের কোশপ্রাচীরে সেলুলোজ, পেকাটিন সঞ্চিত থাকে ।

উত্তরঃ সত্য


  • মানব বিকাশে 18-19 বছরের মধ্যে জননগ্রন্থির বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

উত্তরঃ মিথ্যা


  • জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে।

উত্তরঃ সত্য


  • মানব বিকাশের ইনফ্যান্ট দশায় বিভিন্ন শব্দ উচ্চারণ করতে শেখে।

উত্তরঃ সত্য 


বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিকনং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো ঃ 

বামস্তম্ভ

২.১ বয়ঃসন্ধি 

২.২ বৃদ্ধি

২.৩ বিকাশ

২.৪ ভ্রূণাণু

২.৫ পুনংৎপাদন

ডানস্তম্ভ

(ক) এককোশী

(খ) ক্ষয়পূরণ

(গ) শুষ্ক ওজন বেড়ে যাওয়া

(ঘ) পরিমাণগত পরিবর্তন

(ঙ) অন্তঃক্ষরা গ্রন্থির সক্রিয়তা

উত্তরঃ ২.১ বয়ঃসন্ধি - (ঙ) অন্তঃক্ষরা গ্রন্থির  সক্রিয়তা

২.২ বৃদ্ধি- (গ) শুষ্ক ওজন বেড়ে যাওয়া

২.৩ বিকাশ - (ঘ) পরিমাণগত পরিবর্তন

২.৪ ভ্রূণাণু -  (ক) এককোশী

২.৫ পুনংৎপাদন - (খ) ক্ষয়পূরণ


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close