মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
বৃদ্ধি ও বিকাশ
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর ঃ
- মানব বিকাশের মোট কয়টি দশা?
চারটি
তিনটি
ছয়টি
পাঁচটি
উত্তর : পাঁচটি
- জনন অঙ্গ জনন গ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফূরণে -
বয়ঃসন্ধি দশায়
সদ্যোজাত দশায়
বার্ধক্য দশায়
শৈশব দশায়
উত্তর : বয়ঃসন্ধি দশায়
- জীবের বৃদ্ধি প্রথম দশাটি হল -
কোশ বিভাজন
কোশ পরিস্ফুটন
কোশ বিভেদন
কোশ দীর্ঘিকরণ
উত্তর : কোশ বিভাজন
- মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো -
বয়ঃসন্ধি
বার্ধক্য
শৈশব
সদ্যোজাত
উত্তর : বার্ধক্য
- কোষের বৃদ্ধি ঘটে যখন উপস্থিতির হার অপচিতির হার অপেক্ষা বাড়ে -
শুষ্ক ওজনের অপরিবর্তনীয় স্থায়ী পরিবর্তন হয়
স্থায়ী পরিবর্তন হয়
শুষ্ক ভর বৃদ্ধি পায়
অপরিবর্তনীয় পরিবর্তন হয়
উত্তর : শুষ্ক ওজনের অপরিবর্তনীয় স্থায়ী পরিবর্তন হয়।
- বৃদ্ধির ফলে সজীব কোশের -
স্থায়ী পরিবর্তন হয়
অপরিবর্তনীয় পরিবর্তন হয়
শুষ্ক ভর বৃদ্ধি পায়
শুষ্ক ওজনের অপরিবর্তনীয় স্থায়ী পরিবর্তন হয়
উত্তরঃ শুষ্ক ওজনের অপরিবর্তনীয় স্থায়ী পরিবর্তন হয়।
- মানুষের বয়ঃসন্ধির সময়কাল -
10-19 বছর
13-18 বছর
14-20 বছর
11-17 বছর
উত্তরঃ 10-19 বছর
- কোন্ প্রকার বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়?
অপচিতি বিপাক
উপচিতি বিপাক
সমচিতি বিপাক
বৃদ্ধিজনিত বিপাক
উত্তরঃ উপচিতি বিপাক
- বৃদ্ধির শেষ দশাটি হল -
কোশ বিভাজন দশা
কোশ দীর্ঘকরণ দশা
বিভেদন দশা
বিলম্ব দশা
উত্তরঃ বিভেদন দশা
- মানব বিকাশের শৈশবকাল হল গড় -
o দিন থেকে 2 বছর
2 বছর থেকে 12 বছর
13 বছর থেকে 21 বছর
22 বছর থেকে 25 বছর
উত্তরঃ 2 বছর থেকে 12 বছর
- মহিলাদের রজঃচক্র বন্ধ হওয়াকে বলে -
মেনোপজ
ডায়াপজ
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
উত্তরঃ মেনোপজ
- কোন্ হরমোনের ক্রিয়ায় নারীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়?
ইস্ট্রোজেন
প্রোজেস্টেরন
রিল্যাক্সিন
ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
উত্তরঃ ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
- উদ্ভিদদেহে যখন প্রস্থে বৃদ্ধি পায়, তাকে বলে -
গৌণ বৃদ্ধি
প্রাথমিক বৃদ্ধি
বিচ্ছিন্ন বৃদ্ধি
অবিচ্ছিন্ন বৃদ্ধি
উত্তরঃ গৌণ বৃদ্ধি
- মানবদেহের কোন্ দশায় বিভিন্ন ধরনের প্রাক্ষোভিক বিকাশ ঘটে?
সদ্যোজাত
শৈশব
বয়ঃসন্ধি
বার্ধক্য
উত্তরঃ বয়ঃসন্ধি
- কত বছর পর পুরুষলোকের প্রজনন ক্ষমতা হ্রাস পায়?
30 বছর
40 বছর
45 বছর
55 বছর
উত্তরঃ 55 বছর
- মানব বিকাশের কোন্ সময়ে যৌনাঙ্গগুলি পরিণত হয় ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে?
বয়ঃসন্ধি
শৈশব
বার্ধক্য
সদ্যোজাত
উত্তরঃ বয়ঃসন্ধি
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
মানব বিকাশের কোন দশায় উপছিতি ও অপছিতি বিপাকের হার সমান হয়? প্রশ্নের উত্তর টি বলুন pls
উত্তরমুছুন