LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - বংশগতি - শূন্যস্থান পূরণ উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - তৃতীয় অধ্যায় - বংশগতি - শূন্যস্থান পূরণ উত্তরসহ - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

মাধ্যমিক জীবন বিজ্ঞান

তৃতীয় অধ্যায়

বংশগতি



নিচের বাক্যগুলিতে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :


  • জীবের জনন কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম সেটের জিন সমষ্টিকে __________ বলে।

উত্তর : জিনোম


  • একই জিনের বিভিন্ন রূপকে __________ বলে।

উত্তর : অ্যালিল


  • মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা হল __________ টি।

উত্তর : 1


  • উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে __________ বলে।

উত্তর : ইমাসকিউলেশন


  • কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ওই জীবের __________ বলে।

উত্তর : ফিনোটাইপ


  • মানুষের গ্যামেটের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা __________ টি।

উত্তর : 1


  • মানুষের ডিম্বানুতে ক্রোমোজোমের সংখ্যা হল __________।

উত্তর : 23


  • মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল ফলের __________ বর্ণ।

উত্তর : হলুদ


  • 'T' জিনের বিপরীতধর্মী অ্যালিলটি হলো  _________।

উত্তর : t


  • বংশগতির জনক হলেন _________।

উত্তর : মেন্ডেল


  • মেন্ডেলের একসংকর জননে 3 : 1  অনুপাতকে __________ বলে।

উত্তর : ফিনোটাইপ অনুপাত


  • কন্যাসন্তান বাবা ও মা থেকে __________ ক্রোমোজোম প্রাপ্ত হয়।

উত্তর : X


  • ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে, তাকে __________  বলে।

উত্তর : লোকাস


  • পিতা ও মাতার যে গুণটি আপত্যে প্রকাশিত হয় তাকে __________ গুণ বলে।

উত্তর : প্রকট


  • মেন্ডেল তার স্বাধীন সঞ্চারনের সূত্রটি __________ পরীক্ষা থেকে পেয়েছিলেন।

উত্তর : ফিনোটাইপ অনুপাত


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close