মাধ্যমিক ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ 'খ'
২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপ বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):-
উপ বিভাগ: ২.১
** একটি বাক্যে উত্তর দাও:-
- নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উত্তর : দীনবন্ধু মিত্র
- গ্রামবার্তা প্রকাশিকা প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর : কাঙাল হরিনাথ মজুমদার
- ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়
- উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৪ খ্রিষ্টাব্দ
- হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উত্তর : প্রেসিডেন্সি কলেজ
- শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?
উত্তর: উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্শম্যান
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ডেভিড হেয়ার
- ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয়
- কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি (১৮০০)
- কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে
- ডিরোজিও অনুগামীরা কি নামে পরিচিত?
উত্তর : নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল
- ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : কেশব চন্দ্র সেন
- এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : স্যার উইলিয়াম জোন্স
- ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?
উত্তর: হিন্দু বালিকা বিদ্যালয়
- বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয়?
উত্তর : উনিশ শতককে
ঠিক বা ভূল নির্ণয় করো :
- কালীপ্রসন্ন সিংহ রচিত হুতোম প্যাঁচার নকশা নামক গ্রন্থটি ছিল একটি ব্যঙ্গাত্মক রচনা বিশেষ উদাহরণ।
উত্তর : ঠিক
- ব্রিটিশ পার্লামেন্ট ১৮১৩ সালে Charter Act বা সনদ আইনের দ্বারা সিদ্ধান্ত নেয় যে কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয় শিক্ষার জন্য ব্যয় করবে।
উত্তর: ঠিক
- রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটি সভাপতি ছিলেন।
উত্তর : ঠিক
- হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে দৈনিকে রূপান্তরিত হয়।
উত্তর: ঠিক
- সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন রামমোহন রায়ের প্রচেষ্টা সফল হয়।
উত্তর : ঠিক
- বাল্যবিবাহ রদ ও বহু বিবাহ প্রবর্তন ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করতে তিন আইন পাশ করা হয়।
উত্তর : ঠিক
- ১৮৫৪ খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা হয় ২৮৮ টি।
উত্তর: ঠিক
- স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
উত্তর : ঠিক
- ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ বেঙ্গল নামে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ঠিক
- বাংলায় নবজাগরণের ভিত্তি ছিল প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী।
উত্তর : ঠিক
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ