মাধ্যমিক ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ ক
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
- ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন -
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) অক্ষকুমার দত্ত
উত্তর : (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
- স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন -
(ক) রাধাকান্ত দেব
(খ) রজত রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) বেথুন।
উত্তর: (গ) ডেভিড হেয়ার
- বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর : (ক) উমেশচন্দ্র দত্ত
- হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) মধুসূদন রায়
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) দীনবন্ধু মিত্র।
উত্তর: (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) জেমস লং
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর : (খ) জেমস লং
- হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮১৫ সালে
(খ) ১৮১৭ সালে
(গ) ১৮২৩ সালে
(ঘ) ১৮৩৫ সালে।
উত্তর: (খ) ১৮১৭ সালে
- হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন -
(ক) রাধাকান্ত দেব
(খ) দীনবন্ধু মিত্র
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) অক্ষকুমার দত্ত
উত্তর : (গ) কালীপ্রসন্ন সিংহ
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন -
(ক) কেরি
(খ) রামমোহন রায়
(গ) স্যার উইলিয়াম জোনস
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তর: (গ) স্যার উইলিয়াম জোনস
- সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় -
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
- নব্যবঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন -
(ক) রসিক কৃষ্ণ মল্লিক
(খ) রামগোপাল ঘোষ
(গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
(ঘ) ডিরোজিও
উত্তর: (ঘ) ডিরোজিও
- ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল -
(ক) ডেভিড হেয়ার
(খ) কলীপ্রসন্ন সিংহ
(গ) ড্রিংক ওয়াটার বিটন
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর : (খ) কালীপ্রসন্ন সিংহ
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন -
(ক) স্যার এলিজা ইম্পে
(খ) উইলিয়াম কোলভিল
(গ) লর্ড ক্যানিং
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর : (গ) লর্ড ক্যানিং
- আধুনিক ভারতের জনক বলা হয় -
(ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(খ) রাজা রামমোহন রায়কে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর কে।
উত্তর: (খ) রাজা রামমোহন রায়কে
- যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় -
(ক) তিন আইন
(খ) পঞ্চদশ আইন
(গ) সপ্তদশ বিধি
(ঘ) অষ্টাদশ বিধি
উত্তর : (গ) সপ্তদশ বিধি
- ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন -
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) রাধাকান্ত দেব
উত্তর : (গ) কেশবচন্দ্র সেন
- যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) শ্রী রামকৃষ্ণ
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) লালন ফকির।
উত্তর: (খ) শ্রী রামকৃষ্ণ
- বিধবা বিবাহ আইন পাশ হয় -
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
- সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন -
(ক) কেশবচন্দ্র সেন
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) বিজয় কৃষ্ণ গোস্বামী
(ঘ) শ্রীরামকৃষ্ণ
উত্তর : (ঘ) শ্রীরামকৃষ্ণ
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Etihase nari sikha guruto
উত্তরমুছুন