LightBlog
Mahyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Mahyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

ষষ্ঠ অধ্যায়

বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বিভাগ ক


১) সঠিক উত্তরটি নির্বাচন কর : 


  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল -

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

উত্তর : (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে


  • চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয় -

(ক) স্বদেশী আন্দোলন 

(খ) অহিংস আন্দোলন 

(গ)  আইন অমান্য আন্দোলন 

(ঘ)ভারত ছাড়ো আন্দোলন

উত্তরঃ (খ) অহিংস আন্দোলন


  • তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হল -

(ক) আফিম চাষ

(খ) নীল চাষ

(গ) তুলা চাষ

(ঘ) পাট চাষ

উত্তর : (খ) নীল চাষ


  • "খুদা ই খিদমতগার" তৈরি করেন -

(ক)বাবা রাম চন্দ্র 

(খ) গান্ধীজি 

(গ)মৌলানা ভাসানী 

(ঘ) খান আব্দুল গহর খান

উত্তরঃ (ঘ) খান আব্দুল গহর খান


  • একা আন্দোলন ঘটেছিল -

(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে

(খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে

(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে

(ঘ) ভারতছাড়ো আন্দোলনের পর্যায়ে

উত্তর : (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে


  • নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় - 

(ক) ১৯২০খ্রিঃ 

(খ) ১৯২২খ্রিঃ 

(গ) ১৯২৫ খ্রিঃ 

(ঘ) ১৯২৮ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৯২০খ্রিঃ


  • বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) বিহারে

(খ) যুক্তপ্রদেশে

(গ) রাজস্থানে

(ঘ) মহারাষ্ট্রে

উত্তর : (খ) যুক্তপ্রদেশে


  • 'দেশপ্রান' আখ্যা দেয়া হয়েছিল - 

(ক)সুভাষচন্দ্র বসুকে 

(খ) বীরেন্দ্রনাথ শাসমলকে 

(গ) চিত্তরঞ্জন দাশ  

(ঘ) শ্যামাপ্রসাদ মুখার্জী

উত্তরঃ (খ) বীরেন্দ্রনাথ শাসমলকে


  • একা আন্দোলনের নেতা ছিলেন -

(ক) মাদারি পাশি

(খ) ডঃ আম্বেদকর

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) বাবা রামচন্দ্র

উত্তর : (ক) মাদারি পাশি


  • ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল - 

(ক)মাদ্রাজে 

(খ) মুম্বাইতে 

(গ) কলকাতায় 

(ঘ) দিল্লিতে

উত্তরঃ (খ) মুম্বাইতে


  • বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল -

(ক) বোম্বাই

(খ) পাঞ্জাবে

(গ) মাদ্রাজে

(ঘ) গুজরাটে

উত্তর : (ঘ) গুজরাটে


  • বারদৌলি সত্যাগ্রহ সময় 'সর্দার' উপাধি পান - 

(ক) রাজেন্দ্র প্রসাদ 

(খ) কল্যাণজি মেহত 

(গ) বল্লভ ভাই প্যাটেল 

(খ)গান্ধীজি 

উত্তরঃ (গ) বল্লভ ভাই প্যাটেল


  • তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় -

(ক) মালদহ জেলার

(খ) মেদিনীপুর জেলায়

(গ) হাওড়া জেলায়

(ঘ) বর্ধমান জেলায়

উত্তর : (খ) মেদিনীপুর জেলায়


  • সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন - 

(ক) নেতাজি 

(খ) জিন্না 

(গ) নেহেরু 

(ঘ) গান্ধীজি

উত্তরঃ (ঘ) গান্ধীজি


  • ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল -

(ক) রাওলাট সত্যাগ্রহে

(খ) অসহযোগ আন্দোলনে

(গ) বারদৌলি সত্যাগ্রহে

(ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

উত্তর : (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে


  • মিরাট ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত ছিলেন - 

(ক) ফিলিপ স্প্র্যাট 

(খ) ভগৎ সিং 

(গ) ক্ষুদিরাম বসু 

(ঘ) রাসবিহারী বসু

উত্তরঃ (ক) ফিলিপ স্প্র্যাট


  • নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল -

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

উত্তর : (খ) ১৯২০ খ্রিস্টাব্দে


  • স্বরাজ্য দলের সভাপতি ছিলেন - 

(ক) গান্ধীজি 

(খ) চিত্তরঞ্জন দাশ 

(গ) নেতাজি 

(ঘ) মতিলাল নেহেরু

উত্তরঃ (খ) চিত্তরঞ্জন দাশ


  • এম এন রায়ের প্রকৃত নাম হল -

(ক) মানবেন্দ্রনাথ রায়

(খ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

(গ) বিমলেন্দু রায়

(ঘ) নরেন্দ্র নাথ রায়

উত্তর : (খ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য


  • ভারতের যে পার্টিকে দ্বিজ বলা হয় সেটি হল -

(ক) কমিউনিস্ট পার্টি

(খ) জাতীয় কংগ্রেস

(গ) মুসলিম লীগ

(ঘ) কংগ্রেস সমাজতন্ত্রী

উত্তর : (ক) কমিউনিস্ট পার্টি


  • মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল -

(ক) ২৮ জন

(খ) ৩০ জন

(গ) ৩২ জন

(ঘ) ৩৩ জন

উত্তর : (গ) ৩২ জন


  • বয়কট আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল -

(ক) বাংলার কৃষক শ্রেণী

(খ) মধ্যবিত্ত শ্রেণী

(গ) জমিদার শ্রেণী

(ঘ) ছাত্রসমাজ

উত্তর : (ক) বাংলার কৃষক শ্রেণী


  • ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন -

(ক) চিত্তরঞ্জন দাস

(খ) মুজাফফর আহমেদ

(গ) ধরণী গোস্বামী

(ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তর : (ঘ) সুভাষচন্দ্র বসু


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close