মাধ্যমিক ইতিহাস
পঞ্চম অধ্যায়
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ 'গ'
৩) দুটি অথবা তিনটি বাক্য নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও:
- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল?
- শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন?
- ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের দুটি সম্বন্ধে লেখ।
- প্রথম সচিত্র বাংলা বই কোনটি? এই বই এর চিত্রগুলি কে এঁকেছিলেন?
- বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি?
- সংস্কৃত যন্ত্রকে এবং কবে স্থাপিত করে ছিলেন?
- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা প্রধান উদ্দেশ্য কি ছিল?
- গোলদিঘির গোলাম খানা কাকে কেন বলা হয়?
- বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য লেখ।
- শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
- জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
- বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
- জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডন সোসাইটির ভূমিকা কি ছিল?
বিভাগ 'ঘ'
৪) সাত বা আটটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
- উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ শিল্পের বিখ্যাত কেন?
- বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো।
- কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কি ছিল?
- বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা পরিচয় দাও।
বিভাগ 'ঙ'
৫) পোনের ষোল টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা পরিচয় দাও।
- জগদীশচন্দ্র বসু ও প্রফুল্ল চন্দ্র রায় কেন বিজ্ঞান গবেষণার পথিকৃৎ হিসেবে আলোচিত হন?
- বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজ এর অবদান উল্লেখ কর।
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ