LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

ষষ্ঠ অধ্যায়

বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা


 বিভাগ 'খ' 


২) যেকোনো ষোল টি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপ বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)


উপ-বিভাগ ২.১


** একটি বাক্য উত্তর দাও:


  • কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল?

উত্তর : ১৯১১ খ্রিষ্টাব্দ


  • করেঙ্গে ইয়া মরেঙ্গে - এটি কার উক্তি?

উত্তরঃ গান্ধীজি


  • রাম্পা বিদ্রোহের একজন নেতার নাম লেখ।

উত্তর : সীতারাম রাজু


  • সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? 

উত্তরঃ খান আবদুল গফফর খান


  • একা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল?

উত্তর : উত্তরপ্রদেশে


  • একা আন্দোলনের দুজন নেতার নাম লেখ। 

উত্তরঃ মাদারী পাশী ও বাবা গরীব দাস


  • তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : সতীশচন্দ্র সামন্ত


  • ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়?

উত্তরঃ ১৯২৭ খ্রিস্টাব্দের পয়লা মে


  • তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখ।

উত্তর : চারু মজুমদার


  • সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : স্বামী সহজানন্দ সরস্বতী


  • All India trade union Congress প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : লালা লাজপত রায়


  • ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্ব কার?

উত্তর : মানবেন্দ্রনাথ রায়ের


  • কবে মিরাট ষড়যন্ত্র মামলা রুজু হয়?

উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে


  • রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : মানবেন্দ্রনাথ রায়


  • ট্রেড ইউনিয়ন ফেডারেশন কার নেতৃত্বে গঠিত হয়?

উত্তর : এম এন জোশির নেতৃত্বে


  • কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখ।

উত্তর : জয়প্রকাশ নারায়ণ


উপ বিভাগ ২.২ 


** ঠিক বা ভুল নির্ণয় কর : 


  • স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের স্বার্থ ছিল অবহেলিত।

উত্তর : সত্য


  • কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনে সমর্থন জানায়। 

উত্তরঃ ঠিক


  • মোপলা বিদ্রোহ মালাবার কৃষকদের নেতৃত্বে হয়েছিল।

উত্তর : সত্য


  • ভারত ছাড়ো আন্দোলনের সময়ে জমিদারদের বিরোধিতা নয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরোধিতা ছিল কৃষক আন্দোলনের অন্যতম লক্ষ্য। 

উত্তরঃ ঠিক


  • বল্লভ ভাই প্যাটেল বারদৌলিতে সক্রিয় কৃষক আন্দোলন গড়ে তোলেন।

উত্তর : সত্য


  • ফরওয়ার্ড ব্লক ১৯৪০ খ্রিস্টাব্দে একটি পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে। 

উত্তরঃ ঠিক


  • বকস্ত কথার অর্থ হল খাস জমি বা বাজেয়াপ্ত জমি।

উত্তর : সত্য


  • বারদৌলি সত্যাগ্রহ এর পর সরকার নিযুক্ত কমিটি ৬.০৩ শতাংশ খাজনা অনুমোদন করে। 

উত্তরঃ ঠিক


  • ব্রিটিশ সরকার ১৯৩৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি বলে ঘোষণা করে।

উত্তর : সত্য


  • ফরওয়ার্ড ব্লক ১৯৩৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তর : সত্য


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close