মাধ্যমিক ইতিহাস
ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন ঃ বৈশিষ্ট্য ও পর্যালোচণা
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) ১৯২১ খ্রিস্টাব্দ |
ক) সারা ভারত কিষান কংগ্রেস |
২.৩.২) ১৯২৪ খ্রিস্টাব্দ |
খ) মিরাট ষড়যন্ত্র মামলা |
২.৩.৩) ১৯২৯ খ্রিস্টাব্দ |
গ) কানপুর ষড়যন্ত্র মামলা |
২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দ |
ঘ) একা আন্দোলন |
উত্তরঃ ২.৩.১) ১৯২১ খ্রিস্টাব্দ
- ঘ) একা আন্দোলন
২.৩.২) ১৯২৪ খ্রিস্টাব্দ - গ) কানপুর ষড়যন্ত্র মামলা
২.৩.৩) ১৯২৯ খ্রিস্টাব্দ - খ) মিরাট ষড়যন্ত্র মামলা
২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দ - ক) সারা ভারত কিষান কংগ্রেস
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) মোপলা বিদ্রোহ |
(ক) গোদাবরী উপত্যকা |
২.৩.২) রাম্পা বিদ্রোহ |
(খ) দিনাজপুর |
২.৩.৩) বকাস্ত আন্দোলন |
(গ) মালাবার |
২.৩.৪) তেভাগা আন্দোলন |
(ঘ) বিহার |
উত্তর : ২.৩.১) মোপলা বিদ্রোহ – (গ) মালাবার
২.৩.২) রাম্পা বিদ্রোহ – (ক) গোদাবরী উপত্যকা
২.৩.৩) বখস্ত আন্দোলন – (ঘ) বিহার
২.৩.৪) তেভাগা আন্দোলন – (খ) দিনাজপুর
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) স্বামী সহজানন্দ সরস্বতী |
(ক) সর্বভারতীয়
ট্রেড ইউনিয়ন |
২.৩.২) লালা লাজপত রায় |
(খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন |
২.৩.৩) বিপি ওয়াদিয়া |
(গ) মিরাট ষড়যন্ত্র মামলা |
২.৩.৪) এস এ ডাঙ্গে |
(ঘ) সর্বভারতীয়
কিষাণ সভা |
উত্তর : ২.৩.১) স্বামী সহজানন্দ সরস্বতী – (ঘ) সর্বভারতীয় কিষাণ সভা
২.৩.২) লালা লাজপত রায় – (ক) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন
২.৩.৩) বিপি ওয়াদিয়া – (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
২.৩.৪) এস এ ডাঙ্গে – (গ) মিরাট ষড়যন্ত্র মামলা
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) ১৯১৮ খ্রিস্টাব্দে |
(ক) ভারতের কমিউনিস্ট পার্টি |
২.৩.২) ১৯২০ খ্রিস্টাব্দে |
(খ) সর্বভারতীয় কিষাণ সভা |
২.৩.৩) ১৯২৫ খ্রিস্টাব্দে |
(গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন |
২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দে |
(ঘ) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন |
উত্তর : ২.৩.১) ১৯১৮ খ্রিস্টাব্দে – (গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
২.৩.২) ১৯২০ খ্রিস্টাব্দে – (ঘ) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন
২.৩.৩) ১৯২৫ খ্রিস্টাব্দে – (ক) ভারতের কমিউনিস্ট পার্টি
২.৩.৪) ১৯৩৬ খ্রিস্টাব্দে – (খ) সর্বভারতীয় কিষাণ সভা
- বিবৃতি : একা আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।
উত্তর : ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।
- বিবৃতিঃ আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামীল হয়।
ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় ।
ব্যাখ্যা ২: কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়।
ব্যাখ্যা ৩: আন্দোলনে কৃষি কর বিষয়টিতে জোর দেয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় ।
- বিবৃতি : অসহযোগ আন্দোলনে মোপলা বিদ্রোহ ছিল ব্যতিক্রমী।
ব্যাখ্যা ১ : এই বিদ্রোহ হিংসাত্মক ও সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল।
ব্যাখ্যা ২ : টিপু সুলতানের অধীনে বহু মোপলা ইংরেজদের বিরুদ্ধে গেরিলা লড়াই করেছিল।
ব্যাখ্যা ৩ : মোপলারা সাংবিধানিক পদ্ধতিতে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল।
উত্তর : ব্যাখ্যা ১ : এই বিদ্রোহ হিংসাত্মক ও সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল।
- বিবৃতিঃ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ।
ব্যাখ্যা ১: পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কে গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য।
- বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা।
ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
উত্তর : ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
- বিবৃতিঃ ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে ।
ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কি গতিশীল করে তোলার জন্য।
ব্যাখ্যা ৩: দক্ষিণ আফ্রিকার কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষকদের সামঞ্জস্য বজায় রাখার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
- বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি।
ব্যাখ্যা ১ : জাতীয় কংগ্রেস দ্বারা এই আন্দোলন পরিচালিত হয়েছিল।
ব্যাখ্যা ২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল।
ব্যাখ্যা ৩ : কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিল।
উত্তর : ব্যাখ্যা ২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল।
- বিবৃতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন।
ব্যাখ্যা ১: চৌরিচৌরার ঘটনার প্রতিবাদে।
ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।
ব্যাখ্যা ৩: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।
- বিবৃতি : বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
ব্যাখ্যা ১ : বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।
ব্যাখ্যা ২ : তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।
ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।
উত্তর : ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ