LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচণা - ব্যাখ্যা নির্বাচন - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - ষষ্ঠ অধ্যায় - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচণা - ব্যাখ্যা নির্বাচন - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

ষষ্ঠ অধ্যায়

বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন ঃ বৈশিষ্ট্য ও পর্যালোচণা



উপ বিভাগ ২.৩

** ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও : 

স্তম্ভ                                    

স্তম্ভ

..) ১৯২১ খ্রিস্টাব্দ       

) সারা ভারত কিষান কংগ্রেস

..) ১৯২৪ খ্রিস্টাব্দ      

) মিরাট ষড়যন্ত্র মামলা

..) ১৯২৯ খ্রিস্টাব্দ     

) কানপুর ষড়যন্ত্র মামলা

..) ১৯৩৬ খ্রিস্টাব্দ     

) একা আন্দোলন

 

উত্তরঃ ..) ১৯২১ খ্রিস্টাব্দ  -  ) একা আন্দোলন

..) ১৯২৪ খ্রিস্টাব্দ - ) কানপুর ষড়যন্ত্র মামলা

..) ১৯২৯ খ্রিস্টাব্দ - ) মিরাট ষড়যন্ত্র মামলা

..) ১৯৩৬ খ্রিস্টাব্দ - ) সারা ভারত কিষান কংগ্রেস

 

স্তম্ভ

স্তম্ভ

..) মোপলা বিদ্রোহ

(ক) গোদাবরী উপত্যকা

..) রাম্পা বিদ্রোহ

(খ) দিনাজপুর

..) বকাস্ত আন্দোলন

(গ) মালাবার

..) তেভাগা আন্দোলন

(ঘ) বিহার

 

উত্তর : ..)  মোপলা বিদ্রোহ – (গ) মালাবার

..) রাম্পা বিদ্রোহ – (ক) গোদাবরী উপত্যকা

..) বখস্ত আন্দোলন – (ঘ) বিহার

..) তেভাগা আন্দোলন – (খ) দিনাজপুর

 

স্তম্ভ

স্তম্ভ

..) স্বামী সহজানন্দ সরস্বতী

(ক) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন

..) লালা লাজপত রায়

(খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

..) বিপি ওয়াদিয়া

(গ) মিরাট ষড়যন্ত্র মামলা

..) এস ডাঙ্গে

(ঘ) সর্বভারতীয় কিষাণ সভা

 

উত্তর : ..) স্বামী সহজানন্দ সরস্বতী – (ঘ) সর্বভারতীয় কিষাণ সভা

..) লালা লাজপত রায় – (ক) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন

..) বিপি ওয়াদিয়া – (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

..) এস ডাঙ্গে – (গ) মিরাট ষড়যন্ত্র মামলা

 

স্তম্ভ

স্তম্ভ

..) ১৯১৮ খ্রিস্টাব্দে

(ক) ভারতের কমিউনিস্ট পার্টি

..) ১৯২০ খ্রিস্টাব্দে

(খ) সর্বভারতীয় কিষাণ সভা

..) ১৯২৫ খ্রিস্টাব্দে

(গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

..) ১৯৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন

 

উত্তর : ..)  ১৯১৮ খ্রিস্টাব্দে – (গ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

..) ১৯২০ খ্রিস্টাব্দে – (ঘ) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন

..) ১৯২৫ খ্রিস্টাব্দে – (ক) ভারতের কমিউনিস্ট পার্টি

..) ১৯৩৬ খ্রিস্টাব্দে – (খ) সর্বভারতীয় কিষাণ সভা


  • বিবৃতি : একা আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।

ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।

ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।

উত্তর : ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।


  • বিবৃতিঃ আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামীল হয়। 

ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় । 

ব্যাখ্যা ২: কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়। 

ব্যাখ্যা ৩: আন্দোলনে কৃষি কর বিষয়টিতে জোর দেয়া হয়। 

উত্তরঃ ব্যাখ্যা ১: কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভুক্ত হয় ।


  • বিবৃতি : অসহযোগ আন্দোলনে মোপলা বিদ্রোহ ছিল ব্যতিক্রমী।

ব্যাখ্যা ১ : এই বিদ্রোহ হিংসাত্মক ও সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল।

ব্যাখ্যা ২ : টিপু সুলতানের অধীনে বহু মোপলা ইংরেজদের বিরুদ্ধে গেরিলা লড়াই করেছিল।

ব্যাখ্যা ৩ : মোপলারা সাংবিধানিক পদ্ধতিতে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল।

উত্তর : ব্যাখ্যা ১ : এই বিদ্রোহ হিংসাত্মক ও সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল।


  • বিবৃতিঃ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১: পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য। 

ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কে গতিশীল করার জন্য। 

ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য। 

উত্তরঃ ব্যাখ্যা ৩: স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য।


  • বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।

ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা।

ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তর : ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য বিশ্বব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।


  • বিবৃতিঃ ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে । 

ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য। 

ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন কি গতিশীল করে তোলার জন্য। 

ব্যাখ্যা ৩: দক্ষিণ আফ্রিকার কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষকদের সামঞ্জস্য বজায় রাখার জন্য। 

উত্তরঃ ব্যাখ্যা ১: চম্পারণ এর নীল চাষীদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য। 


  • বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি।

ব্যাখ্যা ১ : জাতীয় কংগ্রেস দ্বারা এই আন্দোলন পরিচালিত হয়েছিল।

ব্যাখ্যা ২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল।

ব্যাখ্যা ৩ : কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিল।

উত্তর : ব্যাখ্যা ২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল।


  • বিবৃতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। 

ব্যাখ্যা ১: চৌরিচৌরার ঘটনার প্রতিবাদে। 

ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে। 

ব্যাখ্যা ৩: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করার জন্য। 

উত্তরঃ ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে।


  • বিবৃতি : বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

ব্যাখ্যা ১ : বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।

ব্যাখ্যা ২ : তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।

ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

উত্তর : ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশবিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close