মাধ্যমিক
দশম শ্রেণি
ভূগোল
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :
১.১ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন?
উত্তর : মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করার ব্যাখ্যা -
প্রথমত, যান্ত্রিক আবহবিকার এ শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশেষে বালি কণায় পরিণত হয়। বালি বায়ুর ক্ষয় কার্যের প্রধান উপাদান।
দ্বিতীয়ত, মরু অঞ্চলে বৃষ্টি হয় না। বালি স্তর সর্বদা আলগা ও শিথিল থাকে যা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে।
তৃতীয়ত, বৃষ্টির অভাবে গাছপালা নেই বলেই বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে।
১.২ কিভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে?
উত্তর : জলবায়ু ক্রমাগত পরিবর্তন দেশের সবথেকে অনুন্নত সুন্দরবন এলাকার মানুষদের সংকটকে বাড়িয়ে তুলেছে অনেক গুণ। বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতিতে জলস্তর বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। বদলে যাচ্ছে বৃষ্টিপাতের ধরন। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে সুন্দরবনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রতি দশকে বাড়ছে 0.5 সেলসিয়াস করে। সুন্দরবন এলাকার 70% মানুষ কৃষিজীবী। সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ায় প্রচুর পরিমাণে নোনা জল ঢুকে গিয়ে কৃষিজমির সর্বনাশ করছে। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের নদী ও খাড়িতে মাছ এর পরিমাণ কমে গেছে রুজি-রোজগার সংকটে সেখানকার মানুষদের নাভিশ্বাস।
১.৩ বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি?
উত্তর : বৃষ্টির জল সংরক্ষণের প্রধান তিনটি উদ্দেশ্য নিচে আলোচনা করা হলো -
প্রথমত, বর্ষায় নদী-নালা পুকুর-জলাশয় পুষ্ট জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুর জন্য জল সংরক্ষণ করা।
দ্বিতীয়ত, মাটির নিচে ভৌম জলের ভান্ডারকে সমৃদ্ধ করা।
তৃতীয়ত, জল সংকট স্থানগুলিতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল ধরে রেখে স্থানগুলির জলের ঘাটতি পূরণ করা।
১.৪ এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে?
উত্তর : ভারতে যে বছর এল নিনো প্রবাহিত হয় সেই বছর দক্ষিণ-পূর্ব এশিয়াতে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর (দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু) স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং কম বৃষ্টিপাতের ফলে খরা পরিস্থিতি সৃষ্টি হয়। অন্যদিকে লা নিনা অবস্থায় জেট প্রবাহ শক্তিশালী হয়ে এই অঞ্চলে বিশেষত দক্ষিন এশিয়া তথা ভারতে অত্যধিক মৌসুমী বৃষ্টিপাত ও বন্যা সৃষ্টি করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এল-নিনো (সমুদ্রের উপরিতলের তাপমাত্রা বৃদ্ধির অবস্থা) এবং লানিনা (সমুদ্রের উপরে তাপমাত্রা শ্বাসের অবস্থা) এখন বিশ্বের আবহাওয়া কে নিয়ন্ত্রণ করছে তাই আবহাওয়া স্থিতি অবস্থা নেই।
Other Model Activity Task : Model Activity Task 2022
Part 1
উত্তরমুছুনGood
উত্তরমুছুনAr fola amar khub sahajo hoyacha
উত্তরমুছুন