LightBlog
Madhyamik Class 10 Geography Model Activity Task - 1 WBBSE মাধ্যমিক দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Model Activity Task - 1 WBBSE মাধ্যমিক দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মাধ্যমিক

দশম শ্রেণী

ভূগোল

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

১। নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :

১.১ চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও।

উত্তর : নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির প্রধান দুটি ভূমিরূপ নিচে আলোচনা করা হলো -

(ক) প্লাবনভূমি :

      সমভূমিতে অগভীর নদীর গর্ভে বর্ষার অতিরিক্ত জল সংযোজনে দু'কূল ছাপিয়ে বন্যা হলে দুপাড়ের নিচু ভূমি নতুন পলির আবরণে ঢাকা পড়ে। ভরাট ভূমিকে প্লাবনভূমি বলে।

     মধ্য ও নিম্ন গতিতে নদীগর্ভে পলি ভরাট হয়ে নদীগর্ভ গভীর হয়। হলি বর্ষাকালে নদী দুকুল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। বন্যার জলের সঙ্গে নদীর দুই পাড়ে পোলিও বালি ক্রমাগত সঞ্চিত হয়ে সমান ভূমিরূপ সৃষ্টি হয় একে প্লাবন সমভূমি বলে।

যেমন - গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, সিন্ধুনদের অববাহিকায় প্লাবন সমভূমি দেখা যায়।


(খ) স্বাভাবিক বাধ :

       নদীর দুই তীরের পার্শ্ববর্তী সমভূমি অপেক্ষা উঁচু প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বাঁধকে বলে স্বাভাবিক বাঁধ। প্লাবনের সময় নদীবাহিত পলি রাশি নদীর দু'পাড়ে নিচু ভূমিতে ছাপিয়ে যায়। পলি রাশি দুপারে বেশি পরিমাণে জমা হয়। নদীর দুই তীরে পলিসঞ্চয় ভূমি বাঁধের আকারে অবস্থান করে। একেই প্রাকৃতিক বাঁধ বা স্বাভাবিক বাঁধ বলে।

যেমন - আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপনদী ক্রিকের উপর অবস্থিত রেনবো ব্রিজ হলো স্বাভাবিক বা প্রাকৃতিক সেতুর উদাহরণ।

১.২ মরু সম্প্রসারনে রোধের তিনটি উপায় উল্লেখ কর।

উত্তর : মরুভূমি সম্প্রসারণ রোধ করার প্রধান তিনটি উপায় হল -

প্রথমত, মরুভূমিতে যে সামান্য বৃষ্টি হয় তা ধরে রাখার জন্য বড় গর্ত বা চেক ড্যাম তৈরীর দরকার।

দ্বিতীয়ত, জমির লবনতা যাতে কম তার জন্য বিভিন্ন ফসলের চাষ দরকার, বিশেষ করে শুঁটি জাতীয় উদ্ভিদ চাষের জমির উর্বরতা বাড়ে।

তৃতীয়ত, বালিয়াড়ি সম্প্রসারণ রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগানো দরকার। ভারতের Central arid zone research institute এ ব্যাপারে বেশ সাফল্য পেয়েছে।

১.৩ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি মধ্যে পার্থক্য নিরূপণ কর।

উত্তর : ভারতের পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমি প্রধান পার্থক্য গুলি হল -

প্রথমত, ভারতের পশ্চিম উপকূলের সমভূমি পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূল বরাবর অবস্থিত; আর পূর্ব উপকূলের সমভূমি ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত।

দ্বিতীয়ত, পশ্চিম উপকূলের ভূমিভাগ সংকীর্ণ উঁচু-নিচু ও বন্ধুর; তবে পূর্ব উপকূলের ভূমিভাগ প্রশস্ত ও সমতল।

তৃতীয়ত, সমুদ্রপৃষ্ঠ থেকে পশ্চিম উপকূল অনেক উঁচু; কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পূর্ব উপকূলের উচ্চতা কিছুটা কম।

চতুর্থত, পশ্চিম উপকূলের নদীর মোহনায় বদ্বীপ থাকেনা; কিন্তু পূর্ব উপকূলের নদীর মোহনায় বদ্বীপ থাকে।

পঞ্চমত, পশ্চিম উপকূলে পূর্ব উপকূলে তুলনায় বালিয়াড়ির সংখ্যা কম; আর পূর্ব উপকূলে পশ্চিম উপকূলের তুলনায় বালিয়াড়ি সংখ্যা বেশি।

১.৪ অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলো বর্ণনা করো।

উত্তর : অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি আলোচনা করা হলো -

প্রথমত, জলস্তর নেমে যাবে, যার ফলে কূপ বা নলকূপ স্থানে স্থানে শুকিয়ে যাবে।

দ্বিতীয়ত, পরিমাণমতো জল আরোহন করার জন্য কূপ ও নলকূপের গভীরে প্রোথিত করতে হবে যাতে খরচ বেড়ে যাবে।

তৃতীয়ত, বেশ কয়েকটি স্থানে ভৌম জলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে বা ভূমিধসের সম্ভাবনা বাড়ছে। 


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close