LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

 মাধ্যমিক ইতিহাস

তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বিভাগ 'খ'

২) যেকোনো 16 টি প্রশ্নের উত্তর দেও (প্রতিটি উপ বিভাগ অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)


              উপ বিভাগ: ২.১


** একটি বাক্যে উত্তর দাও:


  • উলগুলান বলতে কী বোঝায়?

উত্তর : উলগুলান বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়।


  • খুৎকাঠি প্রথা কি? 

উত্তর: মুন্ডা দের যৌথ মালিকানাকে


  • পাইক কাদের বলা হয়?

উত্তর : ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হত।


  • প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর : দুর্জন সিং


  • বিরসা মুন্ডা কিভাবে মারা যান?

উত্তর: ১৯০০, সালে কলেরা রোগে


  • কোল বিদ্রোহের নেতৃত্ব কারা কারা ছিলেন?

উত্তর : সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত, খাঁদু পাতর প্রমুখ ছিলেন কোল বিদ্রোহের উচ্চতম নেতা।


  • কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?

উত্তর : সাঁওতাল বিদ্রোহ সূচনা হয়েছিল 1855 খ্রিষ্টাব্দের জুন মাস থেকে।


  • সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?

উত্তর : ভগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারিবাগ, বীরভূম ও মুর্শিদাবাদে সাঁওতাল বিদ্রোহ বিশাল আকার ধারণ করেছিল।


  • কবে ও কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়?

উত্তর : 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়।


  • ডিং খরচা কি? 

উত্তর: রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করা কে।


  • রংপুর বিদ্রোহের (1783) দুজন নেতার নাম লেখ।

উত্তর : নুরুলউদ্দিন, কেনা সরকার


  • কবে এবং কার নেতৃত্বে ভিল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উত্তর : 1819 খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ সংঘটিত হয়।


  • সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

উত্তর : ভবানী পাঠক ও মজনু শাহ


  • তিতুমীরের প্রকৃত নাম কি?

উত্তর : তিতুমীরের প্রকৃত নাম হল মীর নিসার আলী।


  • দুদুমিয়ার অন্য নাম কি ছিল?

উত্তর : বুরু মিয়ার অন্য নাম ছিল মহম্মদ মহসীন


  • পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

উত্তর : 1825 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।


  • ভারতের প্রথম নীলকর কে ছিলেন?

উত্তর : ফরাসি বণিক লুই বোনার্ড


  • তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল?

উত্তর : বিহারের চম্পারনে তিন কাঠিয়া প্রথা প্রবর্তিত হয়েছিল।


  • নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?

উত্তর: নদিয়া, যশো্‌র, খুলন্‌ মুর্শিদাবাদ


  • নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উত্তর : বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত


উপবিভাগ ২.২


** ঠিক বা ভূল নির্ণয় কর:-


  • মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি।

উত্তর : ঠিক


  • বিপ্লবের একটি উদাহরণ হল ফরাজী বিপ্লব।

উত্তর : ঠিক


  • সাঁওতাল বিদ্রোহ ছিল একটি আদিবাসী বিদ্রোহ।

উত্তর : ঠিক


  • নীলকর সাহেবরা সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নীলচাষ করতে বাধ্য করতো।

উত্তর: ঠিক


  • আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে।

উত্তর : ঠিক


  • ভিল বিদ্রোহ পরিচালিত হয়েছিল ব্রিটিশ কোম্পানির বিরুদ্।

উত্তর: ঠিক


  • বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

উত্তর : ঠিক


  • তরিকা-ই-মহম্মদিয়া ছিল একটি মুসলিম পুনরুজ্জীবনবাদী আন্দোলন।

উত্তর : ঠিক


  • ফরাজী শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

উত্তর : ঠিক


  • হাজী শরীয়ত উল্লাহের মতে ইংরেজ অধিকৃত ভারতবর্ষ ছিল দার-উল-হারব্।

উত্তর : ঠিক


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close