LightBlog
Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা


 'ক' বিভাগ 

১) সঠিক উত্তরটি নির্বাচন করা:-


  • ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় --

(ক) 1878 খ্রিস্টাব্দে

(খ) 1859 খ্রিস্টাব্দে

(গ) 1860 খিস্টাব্দে

(ঘ) 1865 খ্রিস্টাব্দে

উত্তর : (ঘ) 1865 খ্রিস্টাব্দে


  • বাংলার নানা সাহেব বলা হতো -

(ক) রাম রতন রায়কে 

(খ) তিতুমিরকে 

(গ) বিরসা মুন্ডাকে 

(ঘ) দুধু মিয়াকে 

উত্তর: (ক) রাম রতন রায়কে


  • 1878  খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -

(ক) পাঁচটি স্তর

(খ) তিনটি স্তর

(গ) নয়টি স্তর

(ঘ) দুটি স্তর

উত্তর : (খ) তিনটি স্তর


  • ফরাজী আন্দোলনের প্রবর্তক হলেন -

(ক) হাজী শরীয়ত উল্লাহ 

(খ) তিতুমীর 

(গ) দুদু মিয়া 

(ঘ) সৈয়দ আহম্মদ 

উত্তর: (ক) হাজী শরীয়ত উল্লাহ


  • ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল -

(ক) কোল বিদ্রোহ

(খ) ভিল বিদ্রোহ

(গ) রংপুর বিদ্রোহ

(ঘ) চুয়াড় বিদ্রোহ

উত্তর : (ঘ) চুয়াড় বিদ্রোহ


  • 'ফরাজী' কথার অর্থ হল -

(ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য 

(খ) নবজাগরণ 

(গ) বিরাট তোলপাড় 

(ঘ) বিদ্রোহ  

উত্তর: (ক) ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য 


  • সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তর : (খ) কোল বিদ্রোহ


  • বাংলায় ওয়াহাবী অন্দোলনের নেতা ছিলেন -

(ক)  সৈয়দ আহম্মদ 

(খ) তিতুমীর 

(গ) হাজী শরিয়ত উল্লাহ 

(ঘ) আব্দুল ওয়াহাব

উত্তর: (খ) তিতুমীর


  • কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল -

(ক) মেদিনীপুরে

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটোনাগপুরে

(ঘ) রাঁচিতে

উত্তর : (গ) ছোটনাগপুরে


  • নীল বিদ্রোহ শুরু হয় -

(ক) ১৮৫৭ সালে 

(খ) ১৮৫৯ সালে 

(গ) ১৮৬০ সালে 

(ঘ) ১৮৬৪ সালে

উত্তর: (খ) ১৮৫৯ সালে


  • 'দামিন-ই-কোহ' কথাটির অর্থ হলো -

(ক) নদী উপত্যকা

(খ) সমভূমি

(গ) পাহাড়ের প্রান্তদেশ

(ঘ) উপকূলবর্তী অঞ্চল

উত্তর : (গ) পাহাড়ের প্রান্তদেশ


  • 'দার উল হরব' কথার অর্থ হল -

(ক) ইসলামের দেশ 

(খ) শান্তির দেশ 

(গ) শত্রুর দেশ 

(ঘ) মহাজন এলাকা 

উত্তর: (গ) শত্রুর দেশ


  • 'খুৎকাঠি প্রথা'র অর্থ হলো -

(ক) ব্যক্তিগত মালিকানা

(খ) যৌথ মালিকানা

(গ) ভাগচাষী মালিকানা

(ঘ) জমিদারি মালিকানা

উত্তর : (খ) যৌথ মালিকানা


  • বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) দুদু মিয়া 

(খ) দিগম্বর বিশ্বাস 

(গ) বিরসা মুন্ডা 

(ঘ) তিতুমীর 

উত্তর: (ঘ) তিতুমীর


  • সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন -

(ক) ভবানী পাঠক

(খ) কালীচরণ

(গ) বিষ্ণুচরন বিশ্বাস

(ঘ) বিরসা মুন্ডা

উত্তর : (ক) ভবানী পাঠক


  • 'ওয়াহাবী' শব্দের অর্থ -

(ক) নবজাগরণ

(খ) নির্দেশ

(গ) ধর্ম সংস্কার

(ঘ) সংগ্রাম

উত্তর : (ক) নবজাগরণ


  • বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন -

(ক) দুদুমিয়া

(খ) দিগম্বর বিশ্বাস

(গ) মীর নিসার আলী

(ঘ) বিরসা মুন্ডা

উত্তর : (গ) মীর নিসার আলী


  • বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ কে দিয়েছিলেন ? -

(ক) লর্ড কর্নওয়ালিস

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(ঘ) লর্ড ময়রা

উত্তর : (গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


  • 'দিকু' কথার অর্থ -

(ক) পাওনাদার 

(খ) আপনজন 

(গ) বহিরাগত 

(ঘ) শত্রু 

উত্তর: (গ) বহিরাগত


  • 'দাদন' কথার অর্থ -

(ক) অগ্রিম নেওয়া

(খ) ঋণ পরিশোধ করা

(গ) বন্ড দেওয়া

(ঘ) ধার নেওয়া

উত্তর : (ক) অগ্রিম নেওয়া


  • রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় -

(ক) মালাবার অঞ্চলে

(খ) কঙ্কন উপকূল

(গ) উড়িষ্যায়

(ঘ) গোদাবরী উপত্যকায়

উত্তর : (ঘ) গোদাবরী উপত্যকায়


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close