মাধ্যমিক ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
সংস্কার ঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ 'গ'
৩) দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও:
- হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে বাংলার জন জীবন সম্পর্কে কি জানা যায়?
- 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থের উনিশ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়?
- দেশপ্রেমের উন্মোচনে নীলদর্পণ নাটকের কি ভূমিকা ছিল?
- জনশিক্ষা কমিটি কেন তৈরি হয়েছিল?
- মেকলে মিনিট বলতে কী বোঝো?
- উডের ডেসপ্যাচ কেন বিখ্যাত?
- ভারতে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কি ছিল?
- বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
- পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের দুটি অবদান উল্লেখ করো।
- শ্রীরামপুর ত্রয়ী নামে কারা এবং কেন পরিচিত ছিলেন?
- ডাক্টর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
- ব্রাহ্মসমাজের যেকোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।
- ডিরোজিও কেন কর্মচ্যুত হতে হয়েছিল?
- সমাজ সংস্কারে নব্য বঙ্গ গোষ্ঠীর ভূমিকা কি ছিল?
- লালন ফকির স্মরণীয় কেন?
- ভারতীয় ব্রাহ্মসমাজ কোন কারণে বিভক্ত হয়েছিল?
- হাজি মহাম্মদ মহসিন কে ছিলেন?
- স্বামী বিবেকানন্দ কিভাবে নব্য বেদান্ত মতে আদর্শ সূচনা করেন?
- বাংলায় নবজাগরণের প্রধান ভিত্তি কি ছিল?
- শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো?
বিভাগ 'ঘ'
৪) সাত - আটটি বাক্যে নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দাও:
- গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার অবদান সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।
- প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো?
- ভারতের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখ করো।
- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তাৎপর্য বিশ্লেষণ করো।
- উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা মূল্যায়ন করো।
- বিজয়কৃষ্ণ গোস্বামী ও ব্রহ্ম আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ 'ঙ'
৫) পনেরো - ষোলটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বিটন এর ভূমিকা আলোচনা করো।
- রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো।
- উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন আলোচনা করো।
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ