মাধ্যমিক ইতিহাস
তৃতীয় অধ্যায়
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
উপ বিভাগ :২.৩
** ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও:-
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১ হুল |
(ক) নবজাগরণ |
২.৩.২ দিকু |
(খ) বহিরাগত |
২.৩.৩ খুৎকাঠি |
(গ) বিদ্রোহ |
২.৩.৪ ওয়াহাবি |
(ঘ) জমির যৌথ মালিকানা |
উত্তর : ২.৩.১ হুল – (গ) বিদ্রোহ
২.৩.২ দিকু –(খ) বহিরাগত
২.৩.৩ খুৎকাঠি – (ঘ) জমির যৌথ মালিকানা
২.৩.৪ ওয়াহাবি – (ক) নবজাগরণ
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১ তিতুমীর |
(ক) পাগলাপন্থী বিদ্রোহ |
২.৩.২ করম শাহ |
(খ) ভিল বিদ্রোহ |
২.৩.৩ শিউরাম |
(গ) নীল বিদ্রোহ |
২.৩.৪ বিষ্ণুচরন বিশ্বাস |
(ঘ) ওয়াহাবি আন্দোলন |
উত্তর : ২.৩.১ তিতুমীর – (ঘ) ওয়াহাবি আন্দোলন
২.৩.২ করম শাহ – (ক) পাগলাপন্থী বিদ্রোহ
২.৩.৩ শিউরাম – (খ) ভিল বিদ্রোহ
২.৩.৪ বিষ্ণুচরন বিশ্বাস – (গ) নীল বিদ্রোহ
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১ বিশ্বনাথ সর্দার |
(ক) ওয়াহাবি আন্দোলনের নেতা |
২.৩.২ দুদুমিয়া |
(খ) ফরাজি আন্দোলনের নেতা |
২.৩.৩ দুর্জন সিং |
(গ) চুয়াড় বিদ্রোহের নেতা |
২.৩.৪ সৈয়দ আহমদ |
(ঘ) নীল বিদ্রোহের নেতা |
উত্তর : ২.৩.১ বিশ্বনাথ সর্দার – (ঘ) নীল বিদ্রোহের নেতা
২.৩.২ দুদুমিয়া – (খ) ফরাজি আন্দোলনের নেতা
২.৩.৩ দুর্জন সিং – (গ) চুয়াড় বিদ্রোহের নেতা
২.৩.৪ সৈয়দ আহমদ – (ক) ওয়াহাবি আন্দোলনের নেতা
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
২.৩.১) তিতুমীর |
(ক) নীল বিদ্রোহ |
২.৩.২) হাজী শরীয়ত উল্লাহ |
(খ) পাগলপন্থি আন্দোলন |
২.৩.৩) টিপু শাহ |
(গ) ফরাজি আন্দোলন |
২.৩.৪) দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস |
(ঘ) বারাসাত বিদ্রোহ |
উত্তর: ২.৩.১) তিতুমীর - (ঘ) বারাসাত বিদ্রোহ
২.৩.২) হাজী শরীয়ত উল্লাহ - (গ) ফরাজি আন্দোলন
২.৩.৩) টিপু শাহ (খ) পাগলপন্থী আন্দোলন
২.৩.৪) দিগম্বর ও বিষ্ণুচরন বিশ্বাস
- (ক) নীল বিদ্রোহ
উপ বিভাগ: ২.৫
** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করে:
- বিবৃতি : 1878 সালে ব্রিটিশ অরণ্য আইনকে জেরবার করা হয়।
ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের দমননীতি অঙ্গ হিসেবে অরন্যের ওপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল।
ব্যাখ্যা ২ : ব্রিটিশরা অরণ্যভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ : সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদ গুলিকে ব্যবহার করতে চেয়েছিল।
উত্তর : ব্যাখ্যা ৩ : সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদ গুলিকে ব্যবহার করতে চেয়েছিল।
- বিবৃতি : চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা।
ব্যাখ্যা ১ : বাংলার কৃষিজমির বেশিরভাগই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে।
ব্যাখ্যা ২ : বাংলার জমিদাররা ছিল অত্যাচারী।
ব্যাখ্যা ৩ : চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ ছিল নিয়মিত।
উত্তর : ব্যাখ্যা ১ : বাংলার কৃষি জমির বেশিরভাগই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে।
- বিবৃতি: বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা।
ব্যাখ্যা ১: বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা।
ব্যাখ্যা ২: বিপ্লব সাধারণতঃ দীর্ঘমেয়াদি হয়।
ব্যাখ্যা ৩: বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
উত্তর: ব্যাখ্যা ৩: মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
- বিবৃতি : 1855 খ্রিষ্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১ : ইংরেজরা সাঁওতালদের উপর অত্যাচার চালাত।
ব্যাখ্যা ২ : ইংরেজরা সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।
ব্যাখ্যা ৩ : জমিদার মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা সাঁওতালদের উপর শোষণ ও অত্যাচার চালাত।
উত্তর : ব্যাখ্যা ১ : ইংরেজিটা সাঁওতালদের উপর অত্যাচার চালাত।
- বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহী কে হত্যা করে।
ব্যাখ্যা ২: বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা ৩: বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলনা।
উত্তর: ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে।
- বিবৃতি : ওয়াহাবি আন্দোলন ছিল একটি ধর্ম সংস্কার আন্দোলন।
ব্যাখ্যা ১ : এটি ছিল একটি হিন্দু বিরোধী আন্দোলন।
ব্যাখ্যা ২ : তিতুমীর ও তার অনুগামীরা অন্য ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে প্রয়াসী হয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে, শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্ম সংস্কার ছিল এই আন্দোলনের লক্ষ্য।
উত্তর : ব্যাখ্যা ৩ : ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্ম সংস্কার ছিল এই আন্দোলনের লক্ষণ।
- বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহী কে হত্যা করে।
ব্যাখ্যা ২: বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।
ব্যাখ্যা ৩: বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলনা।
উত্তর: ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা ক
- বিবৃতি : তিতুমীরের বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়ে গিয়েছিল।
ব্যাখ্যা ১ : তিতুমীরের সমস্ত পদের অধিকারী ছিল কৃষক পরিবারের অন্তর্গত।
ব্যাখ্যা ২ : কামানের আঘাতে বাঁশেরকেল্লা ছিন্নভিন্ন হয়ে যায়, তিতুমীরের মৃত্যু ও গোলাম মাসুমের ফাঁসি হয়।
ব্যাখ্যা ৩ : তিতুমীরের অযোগ্যতা, ক্রোধ, কৃষকদের সঙ্গে সম্পর্কহীন লক্ষ্য করা যায়।
উত্তর : ব্যাখ্যা ২ : কামানের আঘাতে বাঁশেরকেল্লা ছিন্নভিন্ন হয়ে যায়, তিতুমীরের মৃত্যু ও গোলাম মাসুমের ফাঁসি হয়।
- বিবৃতি: নীলকর সাহেবরা বে -এলাকা চাষে বেশি উৎসাহী ছিল।
ব্যাখ্যা ১: বে -এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।
ব্যাখ্যা ২: বে-এলাকা চাষে কৃষকদের সুবিধা হত।
ব্যাখ্যা ৩: বে-এলাকা চাষে শান্তি বজায় থাকত।
উত্তর: ব্যাখ্যা ১: বে-এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।
- বিবৃতি : নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে আলাদা।
ব্যাখ্যা ১ : নীলকর বিরোধী এই বিদ্রোহের ছোট ছোট জমিদাররাও কৃষকদের পক্ষে অংশ নিয়েছিল।
ব্যাখ্যা ২ : এই বিদ্রোহে খ্রিস্টান মিশনারীরা বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিল।
ব্যাখ্যা ৩ : উপরে বর্ণিত সবকটি তথ্যই ঠিক।
উত্তর : ব্যাখ্যা ৩ : উপরে বর্ণিত সবকটি তথ্যই ঠিক।
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ