LightBlog
Madhyamik History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলানো - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik History Suggestion 2022 WBBSE মাধ্যমিক ইতিহাস - তৃতীয় অধ্যায় - প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ - ব্যাখ্যা নির্বাচন ও স্তম্ভ মেলানো - মাধ্যমিক দশম শ্রেনী ইতিহাস সাজেশন ২০২২

মাধ্যমিক ইতিহাস

তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

 উপ বিভাগ :২.৩

** ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মেলাও:-


স্তম্ভ

স্তম্ভ

২.৩.১ হুল

(ক) নবজাগরণ

২.৩.২ দিকু

(খ) বহিরাগত

২.৩.৩ খুৎকাঠি

(গ) বিদ্রোহ

২.৩.৪ ওয়াহাবি

(ঘ) জমির যৌথ মালিকানা

 

উত্তর : ২.৩.১ হুল – (গ) বিদ্রোহ

২.৩.২ দিকু –(খ) বহিরাগত

২.৩.৩ খুৎকাঠি – (ঘ) জমির যৌথ মালিকানা

২.৩.৪ ওয়াহাবি – (ক) নবজাগরণ

 

স্তম্ভ

স্তম্ভ

২.৩.১ তিতুমীর

(ক) পাগলাপন্থী বিদ্রোহ

২.৩.২ করম শাহ

(খ) ভিল বিদ্রোহ

২.৩.৩ শিউরাম

(গ) নীল বিদ্রোহ

২.৩.৪ বিষ্ণুচরন বিশ্বাস

(ঘ) ওয়াহাবি আন্দোলন

 

উত্তর : ২.৩.১ তিতুমীর – (ঘ) ওয়াহাবি আন্দোলন

২.৩.২ করম শাহ – (ক) পাগলাপন্থী বিদ্রোহ

২.৩.৩ শিউরাম – (খ) ভিল বিদ্রোহ

২.৩.৪ বিষ্ণুচরন বিশ্বাস – (গ) নীল বিদ্রোহ

 

স্তম্ভ

স্তম্ভ

২.৩.১ বিশ্বনাথ সর্দার

(ক) ওয়াহাবি আন্দোলনের নেতা

২.৩.২ দুদুমিয়া

(খ) ফরাজি আন্দোলনের নেতা

২.৩.৩ দুর্জন সিং

(গ) চুয়াড় বিদ্রোহের নেতা

২.৩.৪ সৈয়দ আহমদ

(ঘ) নীল বিদ্রোহের নেতা

 

উত্তর : ২.৩.১ বিশ্বনাথ সর্দার – (ঘ) নীল বিদ্রোহের নেতা

২.৩.২ দুদুমিয়া – (খ) ফরাজি আন্দোলনের নেতা

২.৩.৩ দুর্জন সিং – (গ) চুয়াড় বিদ্রোহের নেতা

২.৩.৪ সৈয়দ আহমদ – (ক) ওয়াহাবি আন্দোলনের নেতা

 

স্তম্ভ

স্তম্ভ

..) তিতুমীর                            

() নীল বিদ্রোহ

..) হাজী শরীয়ত উল্লাহ           

() পাগলপন্থি আন্দোলন

..) টিপু শাহ                          

() ফরাজি আন্দোলন

..) দিগম্বর বিষ্ণুচরণ বিশ্বাস  

() বারাসাত বিদ্রোহ

 

উত্তর: ..) তিতুমীর - () বারাসাত বিদ্রোহ

..) হাজী শরীয়ত উল্লাহ - () ফরাজি আন্দোলন

..) টিপু শাহ () পাগলপন্থী আন্দোলন

..) দিগম্বর বিষ্ণুচরন বিশ্বাস  - () নীল বিদ্রোহ


উপ বিভাগ: ২.৫


** নিম্ন লিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করে: 


  • বিবৃতি : 1878 সালে ব্রিটিশ অরণ্য আইনকে জেরবার করা হয়।

ব্যাখ্যা ১ : ব্রিটিশ সরকারের দমননীতি অঙ্গ হিসেবে অরন্যের ওপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ : ব্রিটিশরা অরণ্যভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ : সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদ গুলিকে ব্যবহার করতে চেয়েছিল।

উত্তর : ব্যাখ্যা ৩ : সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদ গুলিকে ব্যবহার করতে চেয়েছিল।


  • বিবৃতি : চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা।

ব্যাখ্যা ১ : বাংলার কৃষিজমির বেশিরভাগই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে।

ব্যাখ্যা ২ : বাংলার জমিদাররা ছিল অত্যাচারী।

ব্যাখ্যা ৩ : চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ ছিল নিয়মিত।

উত্তর : ব্যাখ্যা ১ : বাংলার কৃষি জমির বেশিরভাগই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে।


  • বিবৃতি: বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। 

ব্যাখ্যা ১: বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা। 

ব্যাখ্যা ২: বিপ্লব সাধারণতঃ দীর্ঘমেয়াদি হয়। 

ব্যাখ্যা ৩: বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। 

উত্তর: ব্যাখ্যা ৩: মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।


  • বিবৃতি : 1855 খ্রিষ্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।

ব্যাখ্যা ১ : ইংরেজরা সাঁওতালদের উপর অত্যাচার চালাত।

ব্যাখ্যা ২ : ইংরেজরা সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।

ব্যাখ্যা ৩ : জমিদার মহাজন, ব্যবসায়ী ও ইংরেজরা সাঁওতালদের উপর শোষণ ও অত্যাচার চালাত।

উত্তর : ব্যাখ্যা ১ : ইংরেজিটা সাঁওতালদের উপর অত্যাচার চালাত।


  • বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়।  

ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা  বহু বিদ্রোহী কে হত্যা করে। 

ব্যাখ্যা ২: বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।

ব্যাখ্যা ৩: বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলনা।

উত্তর: ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা করে।


  • বিবৃতি : ওয়াহাবি আন্দোলন ছিল একটি ধর্ম সংস্কার আন্দোলন।

ব্যাখ্যা ১ : এটি ছিল একটি হিন্দু বিরোধী আন্দোলন।

ব্যাখ্যা ২ : তিতুমীর ও তার অনুগামীরা অন্য ধর্মাবলম্বীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে প্রয়াসী হয়েছিলেন।

ব্যাখ্যা ৩ : ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে, শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্ম সংস্কার ছিল এই আন্দোলনের লক্ষ্য।

উত্তর : ব্যাখ্যা ৩ : ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শরীয়তের উপর নির্ভর করে ইসলাম ধর্ম সংস্কার ছিল এই আন্দোলনের লক্ষণ।


  • বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়। 

ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা  বহু বিদ্রোহী কে হত্যা করে। 

ব্যাখ্যা ২: বিদ্রোহীদের মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করে।

ব্যাখ্যা ৩: বিদ্রোহে সুযোগ্য নেতা কেউ ছিলনা।

উত্তর: ব্যাখ্যা ১: ব্রিটিশ সেনা নির্মম দমননীতির দ্বারা বহু বিদ্রোহীকে হত্যা ক


  • বিবৃতি : তিতুমীরের বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়ে গিয়েছিল।

ব্যাখ্যা ১ : তিতুমীরের সমস্ত পদের অধিকারী ছিল কৃষক পরিবারের অন্তর্গত।

ব্যাখ্যা ২ : কামানের আঘাতে বাঁশেরকেল্লা ছিন্নভিন্ন হয়ে যায়, তিতুমীরের মৃত্যু ও গোলাম মাসুমের ফাঁসি হয়।

ব্যাখ্যা ৩ : তিতুমীরের অযোগ্যতা, ক্রোধ, কৃষকদের সঙ্গে সম্পর্কহীন লক্ষ্য করা যায়।

উত্তর : ব্যাখ্যা ২ : কামানের আঘাতে বাঁশেরকেল্লা ছিন্নভিন্ন হয়ে যায়, তিতুমীরের মৃত্যু ও গোলাম মাসুমের ফাঁসি হয়।


  • বিবৃতি: নীলকর সাহেবরা বে -এলাকা চাষে বেশি উৎসাহী ছিল। 

ব্যাখ্যা ১: বে -এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। 

ব্যাখ্যা ২: বে-এলাকা চাষে কৃষকদের সুবিধা হত। 

ব্যাখ্যা ৩: বে-এলাকা চাষে শান্তি বজায় থাকত। 

উত্তর: ব্যাখ্যা ১: বে-এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। 


  • বিবৃতি : নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে আলাদা।

ব্যাখ্যা ১ : নীলকর বিরোধী এই বিদ্রোহের ছোট ছোট জমিদাররাও কৃষকদের পক্ষে অংশ নিয়েছিল।

ব্যাখ্যা ২ : এই বিদ্রোহে খ্রিস্টান মিশনারীরা বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিল।

ব্যাখ্যা ৩ : উপরে বর্ণিত সবকটি তথ্যই ঠিক।

উত্তর : ব্যাখ্যা ৩ : উপরে বর্ণিত সবকটি তথ্যই ঠিক।


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close