মাধ্যমিক ইতিহাস
পঞ্চম অধ্যায়
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
বিভাগ খ
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগঃ ২.১
- বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : চার্লস উইলকিন্স
- পঞ্চানন কর্মকার কিসের জন্য বিখ্যাত ছিলেন?
উত্তর : মুদ্রাক্ষর শিল্পী হিসাবে
- কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ৯২ জন
- ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে, ডেভিড হেয়ার
- কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জেমস অগাস্টাস হিকি
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর : সমাচার দর্পণ
- বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপাখানা টির নাম কি?
উত্তর : সংস্কৃত যন্ত্র
- 'বর্ণপরিচয়' গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- হাফটোন ব্লক পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- জগদীশচন্দ্র বোস আবিষ্কৃত যন্ত্র টির নাম কি?
উত্তর : ক্রেস্কোগ্রাফ
- ডন সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়
- রবীন্দ্রনাথ শান্তিনিকেতকে কীরূপে পরিবেশে শিক্ষাব্যবস্থা গড়ে তোলেন?
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশে
- বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৬ খ্রিস্টাব্দে
উপ বিভাগ:২.২
** ঠিক বা ভূল নির্ণয় কর :-
- ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
উত্তর : সত্য
- ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়।
উত্তর: সত্য
- বাংলায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে পাঠ্য পুস্তক প্রকাশনা শুরু হয়।
উত্তর : সত্য
- বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় তার জীবদ্দশাতেই মোট ১৫২ টি সংস্কার প্রকাশিত হয় এবং ৩৫ লক্ষেরও বেশি ছাপা বই পাঠকদের কাছে পৌঁছে যায়।
উত্তর: সত্য
- উপেন্দ্রকিশোরের লেখা প্রথম দুটি উল্লেখযোগ্য বই হল 'ছেলেদের রামায়ণ' ও 'ছেলেদের মহাভারত'।
উত্তর : সত্য
- বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন এ যুক্ত ছিলেন।
উত্তর: সত্য
- বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু।
উত্তর : সত্য
- উপনিবেশিক শিক্ষা ধারার সমালোচনা করে 'শিক্ষার হেরফের' নামক প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর : সত্য
- কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ১৯৫৫ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তর: সত্য
- বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
উত্তর : সত্য
আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ